রজার বিনি সরে দাঁড়ানোর পর ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি কি শচীন রমেশ তেন্ডুলকর? সম্প্রতি কিছু প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেখানে দাবি করা হয়েছে, পরবর্তী সভাপতি হিসেবে মাস্টার ব্লাস্টারের নাম বিবেচনা করা হয়েছে বিসিসিআইয়ের তরফে। এবার বিষয়টি নিয়ে নীরবতা ভাঙল খোদ শচীনেরই ব্যবস্থাপনা সংস্থা। শচীন সত্যিই আগামী বোর্ড সভাপতি হতে পারেন কি না তা কার্যত স্পষ্ট করে দিয়েছে তারা।
সংসদে সম্প্রতি পাস হয়েছে নয়া ক্রীড়া আইন। তবে এখনও পর্যন্ত তা কার্যকর না হওয়ায় সভাপতি পদ থেকে সরে যেতে হয়েছে ৭০ বছর বয়সী রজার বিনিকে। তাঁর জায়গায় বর্তমানে অন্তবর্তীকালীন সভাপতির দায়িত্বে রয়েছেন সহ সভাপতি রাজীব শুক্লা। এদিকে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য বিনি সরে যেতেই কিছু সংবাদ মাধ্যমের তরফে দাবি করা হয়, পরবর্তী সভাপতি হিসেবে শচীনের কথা ভাবতে শুরু করেছে বোর্ড।
তবে এবার খোদ শচীনের সংস্থাই জানিয়ে দিল, খবরটি নিছকই উড়ো। এ সংক্রান্ত সমস্ত আলোচনাকে কার্যত ভিত্তিহীন দাবি করেছে তারা। সংস্থাটির তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, “ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে শচীন তেন্ডুলকরের নাম বিবেচনা করা হচ্ছে, সম্প্রতি এমন কিছু প্রতিবেদন এবং গুজব আমাদের নজরে এসেছে। তবে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে, এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমরা সকলকে ভিত্তিহীন জল্পনা-কল্পনায় বিশ্বাস না করার জন্য অনুরোধ জানাচ্ছি।”
গত জুলাই মাসে সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয় রজার বিনির। এর পরই পূর্বতন লোধা আইন অনুসারে সরে যেতে হয় তাঁকে। এরই মাঝে শোনা যাচ্ছে, আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পাশাপাশি এও শোনা গিয়েছিল যে, সভাপতি পদে বিনির উত্তরসূরি হিসেবে ৫২ বছর বয়সী শচীনের কথাই ভাবছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ড। তবে এবার সেই জল্পনা পুরোপুরি উড়িয়ে দিল ক্রিকেট ঈশ্বরের নিজস্ব সংস্থাই।