মোহিত সুরির জনপ্রিয় ছবি ‘সাইয়ারা’ এবার মুক্তি নেটফ্লিক্সে। ছবিতে অভিনয় করেছেন আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। এই বছর সিনেমা হলে দারুণ সাফল্য পেয়েছে এই সিনেমা। আধুনিক প্রেমের গল্পকে নতুনভাবে তুলে ধরে এই ছবি দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে। এবার সেই ছবি আসছে ওটিটি প্ল্যাটফর্মে।
জানা গিয়েছে যে, ১২ই সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘সাইয়ারা’। ছবির গল্পে আছেন সংগীতশিল্পী কৃষ (আহান পাণ্ডে), এবং একজন গীতিকার বাণী (আনিত পাড্ডা)। ভাগ্যের নির্মম খেলায় লড়ছেন দুজনে। তাদের প্রেমের গল্প শুধু পর্দার চরিত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিল।
ছবির সংলাপ, অভিনয়, আর সবচেয়ে বড় কথা ছবির প্রতিটি গান, সব মিলিয়ে ‘সাইয়ারা’কে দর্শকরা শুধু একটি ছবি নয়, বরং এক অনুভূতি হিসেবে গ্রহণ করেছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে তার প্রতিফলন ইতিমধ্যেই ধরা পড়েছে।
ছবির ওটিটি রিলিজ নিয়ে পরিচালক মোহিত সুরি বলেন,
“‘সাইয়ারা’ আমার কাছে অত্যন্ত বিশেষ একটি ছবি। সারা বিশ্বে দর্শকরা যেভাবে ছবিটিকে ভালোবেসেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এবার ছবিটি নেটফ্লিক্সে আসছে। আমি খুশি, আরও অনেক মানুষ কৃষ আর বাণীর প্রেমকাহিনি দেখতে পারবেন। প্রেমের গল্প আসলে সর্বজনীন, তাই আমি আশা করি ‘সাইয়ারা’ সবার হৃদয়ে পৌঁছাবে।”
এদিকে ওয়াইআরএফ মিউজিক ঘোষণা করেছে ছবির একটি এক্সটেন্ডেড অ্যালবাম আসছে। এতে থাকবে দুটি নতুন গান,‘বরবাদ রক ভার্সন’ এবং ‘সাথ তু চল হুমসফর’। এছাড়াও থাকছে ১৬টি অরিজিনাল সাউন্ডট্র্যাক ইন্সট্রুমেন্টাল এবং আগে প্রকাশিত জনপ্রিয় ৭টি গান।
উল্লেখ্য, ‘সাইয়ারা’-র অ্যালবাম ইতিমধ্যেই ৫০০ মিলিয়নেরও বেশি স্ট্রিম হয়েছে বিভিন্ন মিউজিক অ্যাপে এবং একাধিক চার্টের টপ ৫০-এ জায়গা করে নিয়েছে।
আহান ও অনিত ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বরুণ বদোলা, শাদ রন্ধাওয়া, শান গ্রোভার, রাজেশ কুমার, সিদ মাক্কার এবং নীল ভূপালম প্রমুখ। এদিকে ১২ই সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে আসছে ‘সাইয়ারা’। নতুন অ্যালবামও আসছে, দর্শক ও শ্রোতাদের জন্য এটি নিঃসন্দেহে একটি দারুণ সুখবর
