সারা ভারতে ৫ই সেপ্টেম্বর মুক্তির এক সপ্তাহ পর, কলকাতায় বিশেষভাবে দেখানো হবে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবি “দ্য বেঙ্গল ফাইলস”। প্রাক্তন রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত ফেসবুক পোস্ট করে এই খবর জানিয়েছেন।
১৩ই সেপ্টেম্বর বিকেল ৪টায় ছবিটি দেখানো হবে কলকাতার ন্যাশনাল লাইব্রেরির ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাষা ভবনে। এই প্রদর্শনী হবে সম্পূর্ণ বন্ধ দরজার মধ্যে, শুধুমাত্র আমন্ত্রণপ্রাপ্ত অতিথিরাই উপস্থিত থাকতে পারবেন।
ছবিটি এখনও পশ্চিমবঙ্গের হলে মুক্তি পায়নি। এনিয়ে বিবেক অগ্নিহোত্রী এনডিটিভিকে বলেছেন,“আমরা অগ্রিম বুকিং খুলেছিলাম, সিনেমা হলও ঠিক হয়েছিল। ডিস্ট্রিবিউটররা জানিয়েছিল সব প্রস্তুত। কিন্তু হঠাৎ জানতে পারলাম, রাজনৈতিক গোলমালের ভয়ে সিনেমা হলগুলো দেখাতে রাজি নয়।”
এদিকে অভিনেত্রী ও প্রযোজক পল্লবী জোশী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে খোলা চিঠি লিখে ছবিটির মুক্তির জন্য সুরক্ষা ও সহায়তা চেয়েছেন। তিনি লিখেছেন, “মাননীয়া রাষ্ট্রপতি, আমি কোনো সুবিধা চাই না, চাই শুধু সুরক্ষা। “দ্য বেঙ্গল ফাইলস” আমাদের ফাইলস ট্রিলজির শেষ ছবি। এতে দেখানো হয়েছে ডাইরেক্ট অ্যাকশন ডে-র সময় হিন্দু গণহত্যা, নোয়াখালির ভয়াবহতা এবং দেশভাগের যন্ত্রণা। কিন্তু বাংলায় সত্যকে দমিয়ে রাখা হচ্ছে। ছবিটি শেষ হওয়ার অনেক আগেই মুখ্যমন্ত্রী এটিকে ব্যঙ্গ করেছিলেন।”
“দ্য বেঙ্গল ফাইলস” হল ফাইলস ট্রিলজির তৃতীয় ছবি। এর আগে এসেছে দ্য তাসকেন্ট ফাইলস (২০১৯) এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত দ্য কাশ্মীর ফাইলস (২০২২)। নতুন ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, শাশ্বত চট্টোপাধ্যায়, অনুপম খের, প্রিয়াংশু চট্টোপাধ্যায় ও দর্শন কুমার। এদিকে বেঙ্গল ফাইলস নিয়ে বিতর্ক এখনো থামেনি।