ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা জেমাইমা রদ্রিগেজ সম্প্রতি কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে একটি মজার ঘটনা ভাগ করে নিয়েছেন। সম্প্রতি একটি আলাপচারিতায় জেমাইমা জানিয়েছেন, একবার নিউজিল্যান্ড সফরে একইসঙ্গে গিয়েছিল ভারতের পুরুষ এবং মহিলা দল। এমনকি একই হোটেলে উঠেছিল দুই দল। সেই সময় জেমাইমা এবং স্মৃতি মন্ধানা একটি ক্যাফেতে আমন্ত্রণ জানান সস্ত্রীক বিরাটকে। কিন্তু সেই ক্যাফে থেকে হঠাতই বের করে দেওয়া হয়েছিল তাঁদের সকলকে।
জেমাইমা জানিয়েছেন, ব্যাটিংয়ের কিছু পরামর্শ নেওয়ার জন্যই বিরাটকে ক্যাফেতে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি এবং এবং তাঁর সতীর্থ স্মৃতি। বলেন, “একবার আমরা নিউজিল্যান্ডে গিয়েছিলাম। স্মৃতি আর আমি সেখানে ছিলাম। সেবার পুরুষ এবং মহিলা দল একই হোটেলে উঠেছিল। তাই স্মৃতি আর আমি বিরাটকে জিজ্ঞাসা করলাম যে, তিনি কি আমাদের সাথে ব্যাটিং নিয়ে কথা বলতে পারেন? তিনি রাজি হন আর তার পর আমাদের ক্যাফেতে আসতে বলেছিলেন।”
জেমাইমা’র কথায়, “মোট চার ঘন্টা আমরা ক্যাফেতে ছিলাম। প্রথম আধ ঘন্টা আমরা কেবল ক্রিকেট নিয়েই কথা বলেছি। এর পর আরও নানা বিষয়ে কথা হয়। কিন্তু তার পরই আমাদের থামতে হয়। কারণ, ক্যাফে থেকে আমাদের বের করে দেওয়া হয়।” কেন তাঁদের বের করে দেওয়া হয়েছিল সে রহস্যও ফাঁস করেছেন ভারতীয় মহিলা দলের অন্যতম স্তম্ভ। হাসতে হাসতে বলেন, “আমরা থামার একমাত্র কারণ ছিল ক্যাফের কর্মীরা আমাদের বের করে দিয়েছিল। তখন রাত সাড়ে এগারোটা বেজে গিয়েছিল। তাই ক্যাফের কর্মীরা বলেছিল, ক্যাফে বন্ধ করার সময় হয়ে গিয়েছে। তাই আমাদের চলে যেতে হবে।”
কোহলি সেদিন কী পরামর্শ দিয়েছিলেন, তাও স্মরণ করেছেন জেমাইমা। তিনি বলেন, “বিরাট আমাদের বলেছিলেন, ‘তোমাদের দুজনেরই মহিলাদের ক্রিকেটে পরিবর্তন আনার ক্ষমতা আছে। আর আমি সেটা ঘটতে দেখতে পাচ্ছি। শুধু সেই দায়িত্বটা গ্রহণ কর। কারণ তোমরা যে পরিবর্তনটা আনতে পারো, সেটা হবে বিশাল।’ আমরা সে দিন ব্যাটিং নিয়ে অনেক কথা বলেছি। এর পর আমরা কেবল নিজেদের কথা বলেছি। দীর্ঘদিনের হারিয়ে যাওয়া বন্ধুরা যেভাবে দেখা করে এবং আড্ডা দেয়।”