প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মাকে নিয়ে কংগ্রেস প্রকাশিত এক এআই-তৈরি “ডিপফেক” ভিডিওর অভিযোগে দিল্লি পুলিশ এফআইআর নথিভুক্ত করেছে। বিজেপি কর্মকর্তা সংকেত গুপ্তার অভিযোগের ভিত্তিতে এই এফআইআর দায়ের হয়েছে।
বিজেপির দিল্লি ইলেকশন সেলের কনভেনর গুপ্তা শুক্রবার নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ জানান যে, ভিডিওটি প্রধানমন্ত্রী মোদীর ভাবমূর্তি কলুষিত করেছে এবং আইন, নৈতিকতা ও নারীর মর্যাদা গুরুতরভাবে লঙ্ঘন করেছে।
অভিযোগে বলা হয়েছে, কংগ্রেসের বিহার শাখার সরকারি এক্স হ্যান্ডেলে ১০ সেপ্টেম্বর ওই ভিডিও পোস্ট করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৩৬ (জালিয়াতি), ৩৪০(২) (ভুয়ো নথি বা ইলেকট্রনিক রেকর্ড ব্যবহার), ৩৫২ (ইচ্ছাকৃত অপমান করে শান্তি ভঙ্গের উসকানি), ৩৫৬(২) (মানহানি) এবং ৬১(২) (অপরাধমূলক ষড়যন্ত্র) ধারায় মামলা রুজু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই ভিডিওতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী স্বপ্নে তাঁর প্রয়াত মাকে দেখছেন, যেখানে মা তাঁর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করছেন। বিজেপি ও তার মিত্ররা কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে এই ভিডিওকে “লজ্জাজনক” বলে উল্লেখ করেছে।
তবে কংগ্রেস দাবি করেছে, প্রধানমন্ত্রী বা তাঁর মায়ের প্রতি কোনো অসম্মান করা হয়নি। কংগ্রেসের মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান পবন খেরা বলেছেন, “একজন মা তাঁর ছেলেকে সঠিক পথে চলার শিক্ষা দিচ্ছেন, তাতে আপত্তি কোথায়? এটি কোনো অসম্মান নয়, না মায়ের প্রতি, না ছেলের প্রতি।”
