ভারতের রেকর্ড ভেঙে দিল ইংল্যান্ড। একইসঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এক নয়া নজির গড়ে ফেলল তারা। শুক্রবার ম্যানচেস্টারে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৩০০ রান তুললেন ইংরেজরা। ওপেনার ফিল সল্টের দুরন্ত শতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে মাত্র ২ উইকেট খুইয়ে ৩০৪ রান তোলে জস বাটলারের দল। জবাবে প্রোটিয়ারা শেষ ১৫৮ রানেই।
আইসিসির কোনও পূর্ণ সদস্য দল হিসেবে এদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার ৩০০ রানের গণ্ডি টপকাল ইংল্যান্ড। সেই সুবাদেই তারা ভেঙে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়ার রেকর্ড। এতদিন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এক ইনিংসে সর্বাধিক রানের রেকর্ড ছিল ভারতেরই। গত বছর অক্টোবরে বাংলাদেশের বিরুদ্ধে ৬ উইকেটে ২৯৭ রান তুলেছিল সূর্য কুমার যাদবের নেতৃত্বাধীন দল।
শুক্রবার ম্যানচেস্টারে সেই রেকর্ড ভেঙে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে সর্বাধিক স্কোরের নজির গড়ল ব্রিটিশ ব্রিগেড। যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি সার্বিকভাবে সর্বাধিক রান নয়। গত বছর গাম্বিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৪ রান করেছিল জিম্বাবোয়ে। তার আগে গত ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ তুলেছিল নেপাল। এরপরই তৃতীয় স্থানে রইল ইংল্যান্ডের এ দিনের স্কোর।
এদিকে দলীয় রেকর্ডের পাশাপাশি একটি ব্যক্তিগত রেকর্ডও গড়েছেন ফিল সল্ট। ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে ৪২ বলে শতরান হাঁকিয়েছিলেন লিয়াম লিভিংস্টোন। এত দিন যা ছিল আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের কোনও ব্যাটারের করা দ্রুততম শতরান। প্রোটিয়াদের বিরুদ্ধে সেই রেকর্ড ভেঙে ৩৯ বলে তিন অঙ্কে পৌঁছন সল্ট। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে এটি তাঁর চতুর্থ শতরান। এর সুবাদে সর্বাধিক শতরানের তালিকায় আপাতত গ্লেন ম্যাক্সওয়েল,রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদবের পর চতুর্থ স্থানে রইলেন তিনি।
শেষ পর্যন্ত ৬০ বলে ১৪১ রানে অপরাজিত রয়ে যান ইংরেজ ওপেনার। মেরেছেন ১৫ টি চার এবং ৮ টি ছক্কা। এ ছাড়া আরেক ওপেনার তথা দলের অধিনায়ক জস বাটলারও খেলে যান ৩০ বলে ৮০ রানের ঝোড়ো ইনিংস। দুজনের ওপেনিং জুটিতে ৮ ওভারের মধ্যেই ১২৬ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এর পর আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি দক্ষিণ আফ্রিকার পক্ষে। নিজের ৪ ওভার ৭০ রান খরচ করেন কাগিসো রাবাদা। মার্কো জ্যানসেন দেন ৬০ রান। শেষপর্যন্ত ১৪৬ রানে পরাজয় বরণ করতে হয় তাদের। এই ফলাফলের জেরে সিরিজ এখন ১-১।