ছয় ছ’ টি টুর্নামেন্টের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর, অবশেষে খেতাব জয়ের লড়াইতে উত্তোরণ। হংকং ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলস ফাইনালে ভারতের সাত্ত্বিকসাইরাজ রনকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। শনিবার স্ট্রেট গেমে জিতে মরসুমে প্রথমবার ফাইনাল খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছে ভারতের ডাবলস জুটি। হংকং ওপেন সুপার ৫০০-র ফাইনালে তাঁদের প্রতিপক্ষ ক্রমতালিকায় থাকা অষ্টম জুটি চিনের লিয়াং ওয়েই কেং এবং ওয়াং চ্যাং।
শনিবারের সেমিফাইনালে সাত্ত্বিক ও চিরাগ হারিয়েছেন বিশ্বের ৯ নম্বর জুটি চাইনিজ তাইপেইয়ের বিং-ওয়েই লিন এবং চেন চেং কুয়ানকে। স্ট্রেট গেমের পয়েন্ট ছিল ২১-১৭, ২১-১৫। প্রথম গেমে দু- জুটিই একটা সময় ৩-৩ এবং ৬-৬ পয়েন্টে সমতায় ছিল। এরপর সাত্বিকের দুরন্ত স্ম্যাশ এবং চিরাগের তীক্ষ্ণ ইন্টারসেপশন, ভারতীয় জুটিকে ১১-৮ ব্যবধানে এগিয়ে রাখে। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি তাইওয়ানিজরা। তাঁরা ফের ১২-১২ সমতা ফেরান। কিন্তু ভারতীয় জুটির দ্রুতগতির কোনাকুনি রিটার্ন সামাল দিতে পারেননি। এই পর্বে চিরাগ ছিলেন একরকম অপ্রতিরোধ্য। ভারতীয় জুটি প্রথম গেম জিতে নেয় ২১-১৭ তে।
দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়াতে তাইওয়ানিজ জুটি দুরন্ত শুরু করে ৪-২ ব্যবধানে এগিয়ে যায়। তবে তাদের সার্ভিস ফল্ট ভারতকে ম্যাচে ফেরায়। কিন্তু এই পর্বে চিরাগের বেশ কয়েকটি ফল্ট, চেন ও লিন জুটিকে ১০-৮ ব্যবধানে এগিয়ে দিয়েছিল। সঙ্গীর ব্যর্থতা ঢাকতে জ্বলে ওঠেন সাত্ত্বিক। তাঁর দুরন্ত স্ম্যাশ ভারতকে এগিয়ে দেয় ১৯-১৫ ব্যবধানে। এখান থেকেই ২১-১৫ ব্যবধানে অনায়াসে গেম ও ম্যাচ জিতে নিয়েছেন সাত্ত্বিক ও চিরাগ।
সম্প্রতি ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ডাবলসে ব্রোঞ্জ পদক জিতে পদকের খরা কাটিয়েছিলেন সাত্ত্বিক সাইরাজ এবং চিরাগ। তাছাড়া একের পর এক টুর্নামেন্টের সেমিফাইনালে ছিটকে গিয়ে মনোবল একরকম তলানিতে নেমে ছিল ভারতীয় জুটির। সেদিক থেকে হংকং ওপেন তাঁদের কাছে ছিল ঘুরে দাঁড়ানোর লড়াই।
সাত্ত্বিকের পারিবারিক ট্র্যাজেডি(বাবার মৃত্যু) পাশাপাশি চোট-আঘাত ও অসুস্থতা এবং চিরাগেরও পিঠের চোট বারে বারে সমস্যায় ফেলেছে ভারতের তারকা ডাবলস জুটিকে। সব বাধা কাটিয়ে কোর্টে নেমে ফের ছন্দ খোঁজার চেষ্টা চালিয়েছে এই জুটি। শনিবার হংকং ওপেনের ফাইনালে ওঠা তাঁদের সেই হার না মানা মানসিকতারই জয়।