ক্রিকেটের এশিয়া কাপে রবিবার মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান। তবে তার ২৪ ঘন্টা আগেই আরেক এশিয়া কাপের ফাইনালে চলে গেল ভারত। শনিবার এশিয়া কাপ হকিতে ফাইনাল খেলার ছাড়পত্র পেল মহিলা হকি দল। গংশুতে এদিন সুপার ফোরের তৃতীয় ম্যাচে গতবারের বিজেতা জাপানের সঙ্গে ১-১ ড্র করলেও অন্য ম্যাচে চিন দক্ষিণ কোরিয়াকে হারাতেই ফাইনালে চলে গেল সালিমা তেতে’র নেতৃত্বাধীন ভারতের নারী বাহিনী।
গত রবিবারই হকিতে এশিয়া কাপ জিতেছে ভারতের পুরুষ দল। এক সপ্তাহের মধ্যে মেয়েরাও চলে গেল ফাইনালে। যেখানে প্রতিপক্ষ হিসেবে সামনে থাকবে চিন। যাদের কাছে এবারের সুপার ফোরের ম্যাচে ১-৪ গোলে হারতে হয়েছে ভারতকে। যদিও গতবার এই চিনকে হারিয়েই তৃতীয় স্থান নিশ্চিত করেছিল ভারতের মেয়েরা।
ফাইনালে ওঠার লড়াইয়ে থাকতে এদিন জাপানের কোনও মতেই হারা চলত না সালিমা তেতে এন্ড কোংয়ের। এর পর ম্যাচের প্রথম কোয়ার্টারেই ডুং ডুং বিউটির গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু শেষ পর্যন্ত ৫৭ মিনিট পর্যন্ত সেই গোল ধরে রাখতে সক্ষম হয় তারা। গতবারের চ্যাম্পিয়ন জাপান গোল শোধ করতেই সৃষ্টি হয় এক জটিল পরিস্থিতির।
এই পরিস্থিতিতে ভারতকে ফাইনালে উঠতে হলে অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারতে অথবা ড্র করতে হত। যদিও কোরিয়া জিতলেও ভারতের জন্য ফাইনালে যাওয়ার সুযোগ থাকত। তবে সেক্ষেত্রে ব্যবধান ১ গোলের বেশি হওয়া চলত না। শেষপর্যন্ত এই সমস্ত উৎকণ্ঠার অবসান ঘটিয়ে দিল চিন। তারা কোরিয়ার মেয়েদের ১-০ হারিয়ে দিতেই নিশ্চিত হয়ে যায় ভারতের ফাইনাল খেলা। রবিবার ক্রিকেট ভারত-পাক মহারণের দিনই হবে এই ম্যাচ।