শনিবার ভুয়ো ভোটার খুঁজতে হাওড়ার তেলকল ঘাট রেল কোয়ার্টারে আসেন বিজেপি রাজ্য সম্পাদক উমেশ রাই এর নেতৃত্বে বিজেপি কর্মীরা। বিজেপি কর্মীরা যখন হাওড়া তেলকল ঘাট রেল কোয়ার্টারে ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির ফ্ল্যাটের ঠিকানায় যান তখন তাঁরা দেখেন, ওই ফ্ল্যাটে মন্ত্রী থাকেন না। ওই ফ্ল্যাটে থাকে অন্য পরিবার।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার তৃণমূল কর্মীরা। তখন তাঁদের সঙ্গে শুরু হয় বচসা।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, মনোজ তিওয়ারির বাবা রেলে চাকরি করতেন। সেই সুবাদে কয়েক বছর আগে মনোজ তিওয়ারি এখানেই থাকতেন। কিন্তু তাঁর বাবা অবসর গ্রহণের পর ওই ফ্ল্যাট ছেড়ে দিয়েছেন। তাঁর বাবা প্রায় আট বছর আগে মারা গেছেন। অথচ ২০২১ সালে ভোটার মনোনয়ন পত্রে তিনি ওই ঠিকানা ব্যবহার করেছেন। যা সম্পূর্ণ বেআইনি। বিজেপির আরও অভিযোগ, মনোজ দীর্ঘদিন এখানে থাকেন না। তাই কীভাবে এখানকার ভোটার লিস্টে তাঁর এবং তাঁর ভাই রাজকুমার তিওয়ারির নাম থাকে ? তার মানে মন্ত্রী ভুয়ো ভোটার। এই বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে জানান উমেশ রাই।
অন্যদিকে এই ঘটনায় তীব্র বচসা শুরু হয় স্থানীয় তৃনমুল নেতা কর্মীদের সঙ্গে বিজেপি নেতা কর্মীদের। কেন বিনা অনুমতিতে এখানে এসেছেন বিজেপি কর্মীরা এনিয়ে সরব হয় তৃণমূল। বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে তৃণমূল।পাল্টা স্লোগান বিজেপির।তৃণমূলের দাবী মনোজ তেওয়ারি দীর্ঘদিন এখানে থাকতেন। এখানেই তাঁর খেলাধুলা শুরু এবং বেড়ে ওঠা। তাঁর পরিবারের লোকজন প্রায়ই এখানে আসেন। বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এদিন মন্ত্রী মনোজ তিওয়ারি ফোনে বলেন নির্বাচন লড়ার সময় তিনি পুরনো ডকুমেন্ট জমা দিয়েছিলেন। তাই ভোটার লিস্টে নাম রয়ে গেছে। এবারে তিনি তাঁর নতুন ঠিকানা দিয়ে দেবেন।