ঠিক যেন একটা ভয়ংকর ঝড়ের পরে একটা শান্ত,সুন্দর সকাল। নেপালের অবস্থা ঠিক অনেকটা সেরকম। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সুশীলা কার্কি। সেই হিসেবে তিনিই হলেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। মাত্র চার দিন আগে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের জেরে তাঁর পদত্যাগের পর শুক্রবার রাতে শপথ নেন সুশীলা কার্কি। শনিবার ইম্ফলে এক বিশাল জনসভায় ভাষণ দিতে গিয়ে সুশীলা কার্কিকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি।
৭৩ বছর বয়সি সুশীলা কার্কি সততা ও দৃঢ়তার জন্য পরিচিত। ২০১৬ থেকে ২০১৭ পর্যন্ত নেপালের প্রধান বিচারপতি থাকার সময় তিনি দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার জন্য জনপ্রিয় হন। আন্দোলনের নেতা ও সেনাবাহিনী উভয়ের কাছেই তিনি গ্রহণযোগ্য মুখ হিসেবে উঠে আসেন। ভারতের সঙ্গেও সুশীলা কার্কির যোগ রয়েছে। তিনি বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। ভারত সম্পর্কে সবসময় ইতিবাচক ভাবনা রয়েছে কার্কির।পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজেরও প্রশংসাও বিভিন্ন সময়ে করেছেন তিনি। ফলে তাঁর সময়কালে ভারতের সঙ্গে নেপালের সম্পর্ক আরও ইতিবাচক হতে পারে বলে মনে করছেন কূটনীতিকরা।
এদিন মণিপুরে জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, “নেপাল ভারতের ঘনিষ্ঠ বন্ধু। আজ ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি সুশীলা জিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর শপথ নারীশক্তির এক উজ্জ্বল উদাহরণ।” প্রধানমন্ত্রী আরও বলেন যে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন কার্কির নেতৃত্ব নেপালে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবে।
কিছুটা যেন হঠাৎ করেই হিংসাত্মক বিক্ষোভে সামিল হয় নেপাল। সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দুর্নীতির প্রতিবাদে দেশের সর্বত্র জেন জি প্রজন্মের তরুণরা রাস্তায় নেমে আসেন। আন্দোলন ক্রমে হিংস্র আকার ধারণ করে,এমনকি প্রধানমন্ত্রীর বাসভবন, রাষ্ট্রপতির বাসভবন, সুপ্রিম কোর্টসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। হিংসায় ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। তবে শুক্রবার রাতে কার্কির শপথের পর শনিবার থেকেই কারফিউ প্রত্যাহার করা হয়েছে এবং নেপালের স্বাভাবিক জীবনযাত্রা ফিরতে শুরু করেছে।
এদিন মোদি আন্দোলনকারীদেরও প্রশংসা করে বলেন, “তাদের ইতিবাচক মানসিকতা ও কর্মধারা শুধু অনুপ্রেরণাদায়কই নয়, বরং নেপালের নতুন উত্থানের সুস্পষ্ট ইঙ্গিত। নেপালের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমি শুভকামনা জানাই।” তবে শুধু জনসভায় নয় সোশ্যাল মিডিয়া এক্স-এও বার্তা দিয়ে সুশীলা কার্কিকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।