২০২৩ সালে মনিপুরে কুকি ও মেইতেইদের মধ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়। দেশজুড়ে বহু চর্চা হওয়া ওই ভয়ঙ্কর হিংসার জেরে প্রাণ যায় বহু মানুষের। শনিবার সেই ঘটনার পর প্রথম মনিপুর সফরে গিয়ে চুরাচাঁদপুরে হিংসার শিকার হওয়া মানুষজনের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি।তাঁদের দাবি এবং অভিযোগের কথাও শোনেন তিনি।প্রধানমন্ত্রী সেখানে ছোট ছোট ছেলেমেয়েদের শুভেচ্ছা গ্রহণ করেন। এক শিশুর কাছ থেকে পাওয়া পাখির পালক লাগানো টুপিও পরে নেন প্রধানমন্ত্রী।
২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে উপত্যকায় প্রধান মেইতেই জনগোষ্ঠী এবং পাহাড়ি অঞ্চলে প্রভাবশালী কুকি উপজাতিদের মধ্যে সংঘর্ষ চলছে। জমির অধিকার, রাজনৈতিক প্রতিনিধিত্বসহ একাধিক ইস্যুতে এই লড়াই ও হিংসা শুরু হয়।তথ্য বলছে এখন পর্যন্ত ২৬০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।
মণিপুরে হিংসা শুরুর পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তা শান্ত করার আহ্বান জানান বিরোধী দলের নেতারা।নরেন্দ্র মোদি সেখানে যান, এমন দাবিও তোলা হয়। তবে অভিযোগ এত দিন মণিপুর ইস্যুতেও কার্যত নীরবই থেকেছেন প্রধানমন্ত্রী।তবে এ বার মণিপুরের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প হাতে নিয়েই মণিপুর গিয়েছেন তিনি।
এই সফরে থাকছে প্রধানমন্ত্রীর চুরাচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।পাশাপাশি রাজধানী ইম্ফলে ১,২০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধনও করছেন তিনি।
Leave a comment
Leave a comment
