উত্তর ২৪ পরগনার ভাটপাড়া-জগদ্দল এলাকায় তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ফের উত্তেজনা। স্থানীয় সূত্রে খবর বাসুদেব এলাকার কেউটিয়া মোড়ের পাশ্ববর্তী একটি খালের ধারে দেহটি পড়ে ছিল। সামগ্রিক পরিস্থিতিতে চাঞ্চল্য তৈরি হয়।
প্রাথমিকভাবে নিচের পরিচয় জানা যায়নি। পরে মৃতের পরিচয় জানা যায়। দেহটি ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মহম্মদ ইসহাক ওরফে হীরা কুরেসির। হীরা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। জগদ্দল থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
কল্যাণী এক্সপ্রেসওয়ের উচ্ছেগড়ের কাছে খালের ধারে হীরা কুরেসির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। প্রাথমিক অনুমান, ইট দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে তৃণমূলের সক্রিয় কর্মীকে। যদিও মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে জগদ্দন থানার পুলিশ।
ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের দাবি, এটি একটি নৃশংস খুনের ঘটনা। তিনি বলেছেন, কে বা কারা এমন ঘটনা ঘটালো, সে বিষয়ে পুলিশ তদন্ত করে দোষীদের শাস্তি দেবে। ইতিমধ্যেই পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে। তবে কী কারণে খুন, তা জানতে চলছে জিজ্ঞাসাবাদ পর্ব। খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতা নাকি রাজনৈতিক কোনও কারণ রয়েছে,তাও খতিয়ে দেখছেন তদন্তকারী দলের সদস্যরা।
এদিকে সামনেই পুজো। তার আগে তৃণমূল কর্মীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাপা উত্তেজনা ছড়িয়েছে ভাটপাড়া-জগদ্দল এলাকায়। আতঙ্কে রয়েছেন এলাকার ভুক্তভোগী বাসিন্দারা। নতুন করে কোনও অশান্তি যাতে না তৈরি হয়, সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ ও প্রশাসন। চালানো হচ্ছে বাড়তি নজরদারি।