জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী সম্প্রতি চলচ্চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীর তীব্র সমালোচনা করেছেন। তাঁর নতুন ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’ শিশুদের দেখানোর অনুমতি দেওয়ার অভিযোগ তুলে সমালোচনায় সরব হয়েছেন তিনি। ছবিটি সেন্সর বোর্ড থেকে ‘এ’ সার্টিফিকেট পেয়েছে, যা কেবলমাত্র ১৮ বছরের ঊর্ধ্বে দর্শকদের জন্য নির্ধারিত।
বিতর্কের সূত্রপাত হয় যখন বিবেক অগ্নিহোত্রী একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যায় পরিবারের সঙ্গে শিশুরাও সিনেমা হলে এই ছবি দেখতে এসেছে। অগ্নিহোত্রী ওই ছবির ক্যাপশনে লেখেন, “One picture says it all (একটি ছবিই সবকিছু বলে দেয়)।”
এর জবাবে রাঠী মন্তব্য করেন, “আপনি কি সত্যিই শিশুদের একটি প্রাপ্তবয়স্ক রেটেড ছবি দেখাচ্ছেন? এটি অপরাধ হওয়া উচিত। এত রক্তপাত, হিংস্রতার দৃশ্য দেখিয়ে আপনি শিশুদের শৈশবকে আঘাত করছেন।”
এই ঘটনায় আবারও সামনে এসেছে ভারতে সিনেমা হলে সেন্সর বোর্ডের নিয়ম মানা নিয়ে প্রশ্ন। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (CBFC)-এর নিয়ম অনুযায়ী, ‘এ’ সার্টিফিকেটপ্রাপ্ত ছবি কেবলমাত্র প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্যই অনুমোদিত।
দ্য বেঙ্গল ফাইলস-এ প্রধান ভূমিকায় অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের ও পল্লবী যোশী। অন্যান্য ভূমিকায় রয়েছেন দর্শন কুমার, সিমরাত কৌর, শাশ্বত চট্টোপাধ্যায়, নমাশি চক্রবর্তী, রাজেশ খের, পুনিত ইসার, প্রিয়াংশু চট্টোপাধ্যায়, দিব্যেন্দু ভট্টাচার্য, সৌরভ দাস ও মোহন কাপুরের মত অভিনেতা অভিনেত্রীরা।
ছবিটির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বিবেক অগ্নিহোত্রী, প্রযোজনা করেছেন অভিষেক আগরওয়াল ও পল্লবী যোশী। এই ছবি অগ্নিহোত্রীর আগের দুটি বিতর্কিত ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’ এবং ‘দ্য তাশখন্দ ফাইলস’-এর পরবর্তী সিরিজ হিসেবে ঐতিহাসিক সত্য উন্মোচন করার দাবি করেছে।