পুরুলিয়ার নিতুড়িয়া দুব্বেস্বর কোলিয়ারি পুজো কমিটির উদ্যোগে এবার ৩৫ তম বর্ষে থিম ভিত্তিক দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নাটোরের রাজপ্রাসাদের আদলে তৈরি এই মণ্ডপে থিম ‘রাজপ্রাসাদে রাজনন্দিনী’। মণ্ডপ শিল্পীরা নিখুঁতভাবে রাজপ্রাসাদের অন্দরমহল সাজিয়ে তুলেছেন। বিশেষ আকর্ষণ হিসেবে মা দুর্গাকে রাজনন্দিনী রূপে তুলে ধরা হয়েছে, যা নজর কাড়বে দর্শনার্থীদের।
প্রতিবছর এই পুজোতে স্থানীয় ও ভিন জেলার হাজার হাজার মানুষ ভিড় জমান। তবে এবারের পুজোর বিশেষ তাৎপর্য হল বিশ্ব শান্তির বার্তা। উদ্যোক্তারা জানান, বর্তমানে বিশ্বজুড়ে ভেদাভেদ, হানাহানি ও অশান্তির বিরুদ্ধে সচেতনতা তৈরির জন্য এই থিমকে বেছে নেওয়া হয়েছে। পৃথিবীর সমস্ত জাতি যেন শান্তিতে মিলেমিশে থাকে, সেই প্রার্থনা পুজো উদ্যোক্তাদের।
এই পুজোর সূচনা হয়েছিল ৩৫ বছর আগে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ‘নিতুড়িয়া দুব্বেস্বরি কোলিয়ারি সার্বজনীন পুজো কমিটি’ নামে। শুরুতে এটি ইসিএলের অধীনে পরিচালিত হলেও বর্তমানে কোলিয়ারি বেসরকারি মালিকানায় চলে আসায় কিছুটা ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্যোক্তারা স্বীকার করছেন, বেসরকারিকরণের প্রভাব পড়েছে পুজোর আয়োজনেও। তবুও ঐতিহ্য ও রাজকীয়তার ছোঁয়া বজায় রাখতে তাঁরা সচেষ্ট।
নিতুড়িয়া দুব্বেস্বর কোলিয়ারি পুজো প্রতি বছর রাজ্য সরকারের ‘বিশ্ব বাংলা শারদ সম্মান পুরস্কার’ লাভ করেছে। বরাকর রাজ্য সড়কের উপর অবস্থিত এই পুজো আজ স্থানীয় ও পর্যটকদের জন্য এক আকর্ষণ। থিম ভিত্তিক পুজোর কারণে এটি বারবার চর্চা এসেছে। কমিটির সদস্যরা ভিড় নিয়ন্ত্রণে কড়া প্রস্তুতি নিচ্ছেন। সারা বিশ্বের শান্তির বার্তা ছড়িয়ে দিতে ও স্থানীয় ঐতিহ্য রক্ষা করতে এই পুজোর গুরুত্ব আলাদা মাত্রা পেয়েছে।