মেয়েদের এশিয়া কাপ হকি ফাইনালে সেই চিনের কাছেই হারতে হল ভারতকে। রাজগীরে হরমনপ্রীতদের মতো হংঝুতে কিন্তু জিততে পারলেন না সালিমা তেতেরা। সুপার ফোরে ১-৪ গোলে হারের মতোই ফাইনালেও চিনের কাছে হেরেছে ওই একই ব্যবধানে। অন্যদিকে আয়োজক চিন তৃতীয় বার এশিয়া কাপ হকি খেতাব জেতার পাশাপাশি ছাব্বিশের বিশ্বকাপ হকিতেও মূলপর্বে খেলার যোগ্যতা ছিনিয়ে নিয়েছে।
রবিবার হাংঝুর গংশু ক্যানাল স্পোর্টস পার্কে ফাইনাল ম্যাচটি দেরিতে শুরু হয়েছিল প্রবল বৃষ্টির কারণে। প্রথম কোয়ার্টারের প্রথম মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন নবনীত কৌর। দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচের ফল ১-১ করেছে চিন। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেছেন চিনের ওউ জিক্সিয়া। প্রথমার্ধের দু’দলের খেলা শেষ হয়েছিল ১-১ গোলে।
বিরতির পর তৃতীয় কোয়ার্টারে চিনের প্রাচীর টপকাতে চেয়ে আক্রমণাত্মক খেলা শুরু করেছিল ওমেন্স ইন ব্লু। তবে হরেন্দ্র সিং এর মেয়েদের যাবতীয় আক্রমণ ধাক্কা খেয়েছে চিনের জমাট ডিফেন্সে। বরং প্রতিআক্রমণে উঠে লি হং গোল করে আয়োজক দেশকে ২-১ গোলে এগিয়ে দেন।
চতুর্থ কোয়ার্টারে চিনের পর পর দুটি গোল ফাইনালের ভাগ্য নির্ধারণ করে দেয়। এই পর্বে গোল করেছেন জোউ মেইরং এবং ঝং জিয়াকি। নবনীত-বিউটি ডুং ডুংরা আর ঘুরে দাঁড়াতে পারেননি। ভারতকে ৪-১ গোলে হারিয়ে এশিয়া কাপ খেতাবের পাশাপাশি বিশ্বকাপ হকির মূলপর্বে সরাসরি যোগ্যতাও ছিনিয়ে নিয়েছে চিন।