এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ।এমন পরিস্থিতিতে বাংলাদেশে আড়ে-বহরে বাড়ছে শেখ হাসিনার আমলে নিষিদ্ধ জামায়াতে ইসলামী বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের ভোটে ছাত্র শিবিরের বড় জয়ের পর এবার নানা দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ বা জামাত। এর মধ্যে আছে জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, উভয় কক্ষে পিআর পদ্ধতি এবং জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম বন্ধ করা।
ক্রমেই কী বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বাড়াচ্ছে জামায়াতে ইসলামী।সদ্য ডাকসু’র ভোটে সবাইকে অবাক করে দিয়ে তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির যে বিপুল জয় হাসিল করেছে তা রীতিমতো বিস্ময়কর। বাংলাদেশের জন্মের ৫৪ বছরে এই প্রথম স্বাধীনতার বিরোধিতাকারী জামায়াতে ইসলামির ছাত্র সংগঠন ডাকসু দখল করল। তবে শুধু ডাকসু নয় ৩৩ বছর পর গত বৃহস্পতিবার জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ছাত্র সংসদ দখল করেছে জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন।
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াতে ইসলামীর এমন উঠে আসায় পাকিস্তানপন্থীরা খুশি। ছাত্র শিবিরের এই জয়ে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেছে জামায়াতে ইসলামী পাকিস্তান। তারা বলেছে, শিবিরের জয়ে পাকিস্তানি মতাদর্শের জয় হল। অন্যদিকে ছাত্র শিবিরের এই জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তাদের সঙ্গে দেশের অন্যতম প্রধান দল বিএনপি সমর্থিত ছাত্রদলের প্রার্থীদের ভোটের ফারাকটা অনেক। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও ভরাডুবি হয়েছে।
অন্তর্বর্তী সরকারের শাসনে জাতীয় নির্বাচনের কয়েকমাস আগে ডাকসুর নির্বাচনের ফলাফল নিয়ে রাজনীতিতে যখন আলোচনা চলছে তখনই ফের আন্দোলেনে নেমেছে জামায়াতে ইসলামী।সোমবার রাজধানী ঢাকায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা করেছেন দলটির নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের।বাংলাদেশের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ ও সমাবেশ করা হবে।এরপর ১৯ সেপ্টেম্বর বিভাগ ও জেলায় বিক্ষোভ সমাবেশ এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল করবে জামায়াত।সরকার দাবি না মানলে সম মনস্ক দল নিয়ে আন্দোলনের ঘোষণাও করা হয়েছে।
আর এমন পরিস্থিতিতেই সমস্যায় পড়তে চলেছে বিএনপি।ডাকসুর ভোটে শিবিরের বিপুল জয়ে এবার সরকারের উপর আরও চাপ বাড়াচ্ছে জামাত।দর-কষাকষির ক্ষমতা বেড়েছে তাদের। তারা এবার জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার ভোট আগে করানোর দাবি তুলতে পারে।প্রয়োজনে ময়দানে শক্তি প্রদর্শনের পথেও হাঁটতে পারে জামাত।
Leave a comment
Leave a comment
