নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে ফের আন্দোলনে টেট উত্তীর্ণরা।
প্রসঙ্গত গত ১১ই সেপ্টেম্বর বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছিল ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীদের তরফে। বিধানসভা অভিযানে কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় পুলিশ ও টেট চাকরি প্রার্থীদের সঙ্গে। এরপর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছিলেন আগামী দু দিনের মধ্যে ২০২২ টেট উত্তীর্ণদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কিন্তু তারপর চারদিন পার করেও প্রকাশিত হল না নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি, প্রকাশ হল স্পেশাল এডুকেটর নিয়োগের বিজ্ঞপ্তি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা।
মঙ্গলবার ২০২২ টেট উত্তীর্ণ প্রার্থীরা পুনরায় অবিলম্বে শূন্য পদে নিয়োগের দাবিতে বিকাশ ভবনে প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিতে যান। কিন্তু সেখানে গিয়েও প্রথমেই তাঁদের পুলিশের বাধার মুখে পড়তে হয়।
টেট প্রার্থীদের কথায়, তাঁরা প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে দেখা করতে চান অথচ পুলিশ তাঁদের অন্য কারও সঙ্গে দেখা করানোর কথা বলছেন। যদিও পরে তাঁদের দাবি মানতে বাধ্য হয় পুলিশ। টেট প্রার্থীদের পাঁচজনকে তাঁরা ডেপুটেশন জমা দিতে নিয়ে যান। তবে দেখা করতে যাওয়ার আগে কার্যত হুমকি দিলেন টেট প্রার্থীরা। তাঁরা একদিকে যেমন মনে করিয়ে দিলেন শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের কথা, তেমন একসঙ্গেই জানালেন পুজোর আগেই শূন্যপদে নিয়োগের ব্যবস্থা না হলে তাঁরা এবার বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।