মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়ার প্রস্তুতির অংশ হিসেবে ভোটকর্মীদের প্রশিক্ষণ পর্ব শুরু করে দিল নির্বাচন কমিশন। এক সিনিয়র কর্তার বক্তব্য অনুযায়ী, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়েই এই প্রশিক্ষণ পর্ব শুরু করা হল।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়াল, অতিরিক্ত সিইও দিব্যেন্দু দাস ও অরিন্দম নিয়োগীর নেতৃত্বে মঙ্গলবার প্রথম প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হল। উদ্দেশ্য হল বুথ-লেভেল অফিসারদের (বিএলও) সঠিকভাবে ভোটার তালিকা সংশোধনের কাজে প্রশিক্ষণ দেওয়া।
এক অফিসার জানান, আগামী দিনে জেলা প্রশাসনিক আধিকারিক (এডিএম) ও ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের (ইআরও) প্রশিক্ষণ দেওয়া হবে। পরে তারাই রাজ্যের বিএলও-দের প্রশিক্ষণ দেবেন। বিএলও-রা সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য যাচাই ও নথিপত্র সংগ্রহ করবেন।
এডিএম ও ইআরও-দের প্রশিক্ষণ সম্পূর্ণ হলে, বিএলও-রা ভোটারদের বিভিন্ন ফর্ম পূরণে সহায়তা করার বিস্তারিত নির্দেশ পাবেন। তারা রাজ্যের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার তথ্য যাচাই করবেন। এটি মূলত এসআইআর-এর পূর্ব প্রস্তুতির অংশ।
উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এই সপ্তাহের শেষে কলকাতায় আসবেন প্রস্তুতি পর্যালোচনা করতে ও সংশোধন কর্মসূচির তদারকির জন্য।
এরই মধ্যে সোমবার এডিএম-দের সঙ্গে এক বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে, জেলা স্তরে ভোটার ম্যাপিং কার্যক্রম শুরু করার। পাশাপাশি ২০০২ সালের ভোটার তালিকা যখন শেষবার এসআইআর করা হয়েছিল তার সঙ্গে ২০২৫ সালের জানুয়ারিতে প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা মিলিয়ে দেখা হবে।
ওই কর্তা বলেন, “২০০২ সালের ভোটার তালিকায় থাকা ভোটারদের ক্রস-ভেরিফাই করা হলে বিশেষ করে বয়স্ক ভোটারদের সমস্যার পরিমাণ অনেকটাই কমবে। তাদের ভোটাধিকার প্রমাণে অসুবিধা কম হবে।”
