আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত করার ঘোষণা করেছে কেন্দ্র। সোমবার গভীর রাতে আয়কর দফতর এক্স-এ পোস্ট করে জানায়, ২০২৫-২৬ অর্থবর্ষের রিটার্ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। তবে প্রযুক্তিগত সমস্যার কারণে এখন তা আরও একদিন বাড়িয়ে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত করা হল।
আয়কর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার রাত ১২টা থেকে ভোর ২.৩০টা পর্যন্ত ই-ফাইলিং পোর্টাল মেইনটেন্যান্স মোডে থাকবে, যাতে নতুন ইউটিলিটি পরিবর্তন করা যায়।
একইসঙ্গে দফতর জানায়, এ বছর ইতিমধ্যেই রেকর্ড ৭.৩ কোটিরও বেশি রিটার্ন জমা পড়েছে, যা গত বছরের ৭.২৮ কোটির রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। পোস্টে বলা হয়, “আমরা করদাতাদের ও পেশাদারদের সময়মতো রিটার্ন জমা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। আরও বেশি মানুষকে সুযোগ দিতে দাখিলের শেষ তারিখ একদিন বাড়ানো হয়েছে।”
এর আগে সোমবার সন্ধ্যায়, করদাতাদের অভিযোগের পর দফতর ব্রাউজারজনিত সমস্যা সমাধানের জন্য একটি নির্দেশিকা প্রকাশ করেছিল। তবে অনেকেই অভিযোগ করেন, সেই পদক্ষেপ মেনেও সমস্যা সমাধান হয়নি।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আবেদন জানিয়েছেন, আয়কর দাতাদের সুবিধার জন্য সময়সীমা আরও বাড়াতে এবং তাদের যেন জরিমানার মুখে পড়তে না হয়।