নতুন টিকিট বুকিং নিয়ম চালু করতে চলেছে ভারতীয় রেল। ১ অক্টোবর, ২০২৫ থেকে আইআরসিটিসি (IRCTC) ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে সাধারণ রিজার্ভেশন টিকিট বুক করতে হলে শুরুর প্রথম ১৫ মিনিটে বাধ্যতামূলক হবে আধার ভিত্তিক ভেরিফিকেশন।
রেল মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নিয়মের মূল উদ্দেশ্য হল, যাতে সত্যিকারের যাত্রীরা টিকিট পান এবং বেআইনি বা অন্যভাবে টিকিট কাটা বন্ধ হয়।
তবে কম্পিউটারাইজড পিআরএস (PRS) কাউন্টার থেকে সাধারণ রিজার্ভ টিকিট বুকিংয়ের নিয়মে কোনও পরিবর্তন হচ্ছে না। আগের মতোই চলবে। আবার, রেলের অনুমোদিত এজেন্টরা যেভাবে বুকিংয়ের দিনে প্রথম ১০ মিনিট টিকিট কাটতে পারেন না, সেই নিয়মও আগের মতোই থাকছে।
এর আগেই ভারতীয় রেল তৎকাল টিকিট বুকিংয়ের ক্ষেত্রে আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করেছে। এ বছরের ১ জুলাই, ২০২৫ থেকে তৎকাল টিকিট কাটতে হলে আইআরসিটিসি ওয়েবসাইট বা অ্যাপে আধার ভেরিফিকেশন করতেই হবে।
সেই সঙ্গে এজেন্টদের জন্য বিশেষ নিয়মও চালু করা হয়েছে—
তৎকাল এয়ার কন্ডিশন্ড (AC) টিকিট বুকিং খোলার প্রথম ৩০ মিনিটে (সকাল ১০টা থেকে ১০:৩০) কোনও এজেন্ট টিকিট কাটতে পারবেন না।
আবার নন-এসি তৎকাল টিকিট বুকিং খোলার প্রথম ৩০ মিনিটে (সকাল ১১টা থেকে ১১:৩০) এজেন্টরা টিকিট কাটতে পারবেন না।
নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ রিজার্ভেশন হোক বা তৎকাল যাত্রীদের জন্য আধার ভেরিফিকেশন এখন অপরিহার্য হয়ে উঠছে।