সোমবার এক মহিলা সিভিল সার্ভিস অফিসারকে গ্রেফতার করল অসম পুলিশ। অভিযোগ, তাঁর আয়ের তুলনায় বিপুল সম্পদ জমিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রীর স্পেশাল ভিজিল্যান্স সেলের একদল আধিকারিক গুয়াহাটিতে ওই অফিসারের বাড়িতে হানা দিয়ে প্রায় ৯০ লক্ষ টাকা নগদ ও ১ কোটিরও বেশি মূল্যের সোনার গয়না উদ্ধার করে। এছাড়া বরপেটায় তাঁর ভাড়া বাড়িতেও তল্লাশি চালানো হয়।
অফিসারের নাম নূপুর বরা। তিনি গোলাঘাট জেলার বাসিন্দা। ২০১৯ সালে অসম সিভিল সার্ভিসে যোগ দেন। বর্তমানে তিনি কামরূপ জেলার গোরৈমারিতে সার্কেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, নূপুর বরার বিরুদ্ধে গত ছ’মাস ধরে নজরদারি চলছিল। জমি সংক্রান্ত নানা অভিযোগে তিনি জড়িত ছিলেন। মুখ্যমন্ত্রীর দাবি, বারপেটা রেভিনিউ সার্কেলে পোস্টিংয়ের সময় হিন্দুদের জমি সন্দেহজনক ব্যক্তিদের নামে টাকার বিনিময়ে হস্তান্তর করেছিলেন এই অফিসার। তাই তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, সংখ্যালঘু প্রধান এলাকাগুলির রেভিনিউ সার্কেলে ব্যাপক দুর্নীতি চলছে।
তল্লাশি চালানো হয়েছে নূপুর বরার এক সহযোগীর বাড়িতেও। ওই ব্যক্তির নাম সুরজিৎ ডেকা। তিনি বরপেটার রেভিনিউ সার্কেল অফিসে ‘লাট মন্ডল’ পদে কাজ করেন। অভিযোগ, নূপুর বরার সঙ্গে মিলেমিশে তিনি একাধিক জমি কিনেছেন। এখন পুরো বিষয়ের নেপথ্যের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।