তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সোমবার ‘আনবু করঙ্গল’ (ভালবাসার হাত) নামে একটি বিশেষ কল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। এই প্রকল্পের মাধ্যমে এমন শিশুদের মাসিক ভাতা দেওয়া হবে, যাদের বাবা-মা দুজনই মারা গেছেন, অথবা একজন বেঁচে থাকলেও সন্তানের দেখাশোনা করতে অক্ষম।
প্রকল্প অনুযায়ী, স্কুলশিক্ষা সম্পূর্ণ হওয়া পর্যন্ত বা ১৮ বছর বয়স পর্যন্ত ওইসব শিশু মাসে ২,০০০ টাকা করে সহায়তা পাবে। উদ্যোগটির মূল লক্ষ্য হল, পিতামাতার অভাবে পড়াশোনা যাতে ব্যাহত না হয় তা নিশ্চিত করা।
প্রথম ধাপে সারা রাজ্যের মোট ৬,০৮২ জন শিশুকে এই ভাতার আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সরকার ১,৩৪০ জন অনাথ ছাত্রছাত্রীকে ল্যাপটপও দিয়েছে। এরা মাধ্যমিকের পর দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় ভর্তি হয়েছে।
সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্পটি শিশু ন্যায়বিচার (যত্ন ও সুরক্ষা) আইন, ২০১৫-এর আওতায় আনা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে একটি বিশেষ মোবাইল অ্যাপও চালু করা হয়েছে, যা আবেদন, অভিযোগ নিষ্পত্তি ও পুরো প্রকল্পের কার্যকারিতা পর্যবেক্ষণ করবে।
উল্লেখযোগ্যভাবে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ডিএমকে সরকার বিভিন্ন নগদ সহায়তা কর্মসূচি চালু করেছে। ইতিমধ্যেই মহিলাদের জন্য একটি প্রকল্পে এক কোটিরও বেশি মহিলাকে মাসে ১,০০০ টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি, সরকারি স্কুল থেকে উচ্চশিক্ষায় ভর্তি হওয়া ছাত্রছাত্রীরাও আর্থিক সহায়তা পাচ্ছে।