নভি মুম্বইয়ের বহুল আলোচিত পথ দুর্ঘটনা মামলায় নতুন তথ্য সামনে এসেছে। পুলিশ জানিয়েছে, প্রাক্তন আইএএস প্রবেশনার পূজা খেদকরের বাবা দিলীপ খেদকর ও তাঁর দেহরক্ষী প্রফুল সলুঙ্কে এক ট্রাকচালককে অপহরণ করেছিলেন। ঘটনাটি ঘটে গত শনিবার সন্ধ্যায়, যখন প্রহ্লাদ কুমার নামে ২২ বছর বয়সি ওই চালকের কংক্রিট মিক্সার ট্রাক দিলীপ খেদকরের ল্যান্ড ক্রুজারের সঙ্গে ধাক্কা লাগে। এর জেরে তুমুল তর্কাতর্কি হয় এবং চালককে জোর করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।
পুলিশ তদন্তে জানতে পারে, কুমারকে দিলীপ খেদকর ও তাঁর দেহরক্ষী পুণেতে পূজা খেদকরের মা মনোরমা খেদকরের বাংলোতে নিয়ে যান। সেখানেই তাঁকে আটকে রাখা হয়। রবিবার রাতে নভি মুম্বই ও পুণে পুলিশের যৌথ অভিযানে কুমারকে ওই বাংলো থেকে উদ্ধার করা হয়।
অভিযোগ, মনোরমা খেদকর শুধু অভিযুক্তদের পালাতে সাহায্যই করেননি, বরং পুলিশি অভিযানে বাধা দেন। পুলিশকে বিভ্রান্ত করতে তিনি প্রথমে এফআইআরের ছবি তুলে আশ্বাস দেন যে অভিযুক্তদের থানায় নিয়ে আসবেন। কিন্তু পরে তিনি পুলিশের ফোন এড়িয়ে যান এবং অভিযুক্তদের সঙ্গে গাড়িটি সরিয়ে ফেলেন। এমনকি বাংলোর ভেতরে দু’টি হিংস্র কুকুরও ছেড়ে দেন, যাতে পুলিশ প্রবেশ করতে না পারে। তবু পুলিশ গেট টপকে ঢুকে চালককে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনার সময় বাংলোয় মনোরমা খেদকরকে পাওয়া যায়নি। কেবলমাত্র একজন কেয়ারটেকার উপস্থিত ছিলেন। পরে পুলিশের তরফে তাঁর বিরুদ্ধে অভিযানে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়। অন্যদিকে, দিলীপ খেদকর ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর অধীনে অপহরণের মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতার করা যায়নি।
উল্লেখ্য, পূজা খেদকর সম্প্রতি আলোচনায় আসেন আইএএস পরীক্ষায় ওবিসি ও প্রতিবন্ধী কোটার সুবিধা বেআইনিভাবে নেওয়ার অভিযোগে। তাঁর পরিবারের বিরুদ্ধে নতুন এই মামলা বিতর্কের আঁচে আরও ঘি ঢালল।