সোমবারই নতুন দুনিয়ায় পা রেখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার একটি নামজাদা হোটেলে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পথ চলা শুরু করেছে তাঁর নতুন ফ্যাশন ব্র্যান্ড সৌরাগ্য। এই মঞ্চে দাঁড়িয়েই পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে কার্যত উপহাস করতে দেখা গেল মহারাজকে। এশিয়া কাপে রবিবারের ভারত-পাক ম্যাচ প্রসঙ্গে তাঁর বক্তব্য, প্রথম ১৫ ওভারের পর খেলা দেখার ইচ্ছাই ছিল না তাঁর।
রবিবারই ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হয়েছিল প্রিমিয়ার লিগের দুই ঐতিহ্যবাহী ক্লাব। সৌরভ জানিয়েছেন, ভারত-পাক ম্যাচের শেষটুকু না দেখে তিনি ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি ম্যাচেই মনোনিবেশ করেছিলেন। যার ব্যখ্যা দিতে গিয়ে বলেন, “পাকিস্তান এখন আর প্রতিযোগিতামূলক দল নয়। প্রথম ১৫ ওভারের পর আমি টিভিতে চ্যানেল পাল্টে ম্যানচেস্টার ডার্বি দেখতে শুরু করি। আমি আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দেখার আগ্রহ পাই না। বরং অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, এমনকি আফগানিস্তানের বিরুদ্ধেও ভারতের খেলা দেখতে চাই।”
অর্থাৎ পাকিস্তানকে বয়কট করছেন বাঙালির প্রিয় দাদাও। তবে এই বয়কটের কারণ একেবারেই ভিন্ন। এই প্রসঙ্গে তিনি বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে এখন আর প্রতিযোগিতা বলে কিছু নেই। আমি সব সময় বলি, আমরা পাকিস্তান বলতে ওয়াকার ইউনিস, ওয়াসিম আক্রম, সঈদ আনোয়ার কিংবা জাভেদ মিয়াঁদাদের মতো তারকাদের বুঝে এসেছি। কিন্তু এই বর্তমান পাকিস্তান দলটির ক্ষেত্রে সে কথা প্রযোজ্য নয়। এই দল একেবারেই আলাদা।”
অতীতের পাক দলের প্রতি সম্মান দেখিয়ে মহারাজ বলেন, “পাকিস্তানের কোনও তুলনা হয় না। আর কথাটা আমি শ্রদ্ধার সঙ্গে বলছি। কারণ আমি দেখেছি তাদের দল কেমন ছিল। এখন ওই দলে মানের অভাব। এই ভারতীয় দলটি বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো ক্রিকেটারকে ছাড়াই খেলেছে। যারা দীর্ঘ সময় ধরে ভারতীয় ক্রিকেটের দুই তারকা ছিলেন। ভারত ক্রিকেটে পাকিস্তান এবং এই এশিয়া কাপের বেশিরভাগ দলের চেয়ে অনেক এগিয়ে।”