ইতিহাস সৃষ্টি করে স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জোড়া সোনার পদক ভারতের। চিনে অনুষ্ঠিত বিশ্ব প্রতিযোগিতায় আনন্দকুমার ভেলকুমার পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে চ্যাম্পিয়ন হলেন ১:২৪.৯২৪ সময় নিয়ে। বছর ২২-এর স্কেটার (স্কি-টের) দেশের জন্য প্রথম সোনা জিতে ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছেন।
অবশ্য একদিন আগেই চিনের বেইদাইহেতে ৫০০ মিটার স্প্রিন্টে তিনি ব্রোঞ্জ জয় করেছিলেন ৪৩.০৭২ সেকেন্ড সময় নিয়ে। স্পিড স্কেটিং-এর বিশ্ব প্রতিযোগিতায় সোনা ও ব্রোঞ্জ পদক জিতে নজির গড়েছেন ভেলকুমার।
সিনিয়র বিভাগে সোনা জয়ের আনন্দ দ্বিগুণ করেছেন ভারতের জুনিয়র স্কেটার কৃষ শর্মা। তিনি জুনিয়র বিভাগের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন। ফলে চিন থেকে স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জোড়া সোনার পদক আসছে ভারতে।
রোলার স্পোর্টসে ভারতের আনন্দকুমার ভেলকুমার একটি পরিচিত নাম। দুহাজার পঁচিশের শুরুতে চেংডুতে ওয়ার্ল্ড গেমসে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন ১০০০ মিটার স্প্রিন্টে। কয়েকদিন পরে, তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০০ মিটার স্প্রিন্টে একটি ব্রোঞ্জ এবং ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন। ফলে স্পিড স্কেটিংয়ে ভারতের প্রথম বিশ্বচ্যাম্পিয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে।
এশিয়ান গেমসের টিম ইভেন্ট, ওয়ার্ল্ড গেমস, জুনিয়র ওয়ার্ল্ডস এবং এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পদক জয়। বিশ্ব স্কেটিং মঞ্চে ভারতের উপস্থিতি আজ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। তাঁর কৃতিত্বেই অনুপ্রাণিত দেশের জুনিয়ররা। কৃষ শর্মারা উঠে আসছেন তাঁকে অনুসরণ করে। ব্যক্তিগত জয়ের মাধ্যমেই দেশে কম জনপ্রিয় রোলার স্পোর্টসকে বাঁচিয়ে রেখেছেন ভেলকুমার। দেশের খেলাধুলোর ইতিহাসে যার গুরুত্ব, অতিবড় নিন্দুকরাও অস্বীকার করতে পারবেন না।