জীবনের এক বিশেষ সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি। পেশাগত দিক থেকে যেমন সাফল্যের ঝড়, ব্যক্তিগত জীবনেও তেমনি নতুন আনন্দের ইঙ্গিত। তাঁর নতুন ছবি ‘বায়ান’ সম্প্রতি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (TIFF) ২০২৫-এ প্রথম প্রিমিয়ার পেয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। এর মাঝেই শোনা যাচ্ছে, তিনি নাকি বাগদান সেরে ফেলেছেন তাঁর বহুদিনের চর্চিত প্রেমিক, অভিনয় প্রশিক্ষক রচিত সিংহ-এর সঙ্গে।
হিন্দুস্তান টাইমস-এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দম্পতির ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে যে, সম্পর্কের পরবর্তী ধাপে এগিয়েছেন হুমা ও রচিত।
আলোচনার সূত্রপাত একটি পোস্ট ঘিরে। যখন তাঁদের এক বন্ধু, গায়িকা আকাসা, একটি ছবি শেয়ার করে লিখলেন, “তোমার সুন্দর নতুন যাত্রার জন্য অভিনন্দন, হুমা। দারুণ একটি রাত কাটালাম।”
কে এই রচিত সিংহ?
তিনি একজন পরিচিত অভিনয় প্রশিক্ষক। বলিউডের অনেক বড় তারকা আলিয়া ভাট, রণবীর সিংহ, বরুণ ধাওয়ান, ভিকি কৌশল, অনুষ্কা শর্মা ও সাইফ আলি খান তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন। শুধু শিক্ষক নন, তিনি অভিনয়ও করেছেন।
সম্প্রতি তাঁকে দেখা গেছে রবিনা ট্যান্ডন ও বরুণ সুদ-এর ওয়েব সিরিজ কার্মা কলিং-এ ‘বেদান্ত’ চরিত্রে। গত এক বছরে তাঁকে বহুবার দেখা গেছে হুমা ও তাঁর ভাই সাকিব সালিম-এর সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে, যা তাঁদের সম্পর্কের গুঞ্জন আরও বাড়িয়ে দেয়। তবে এখনও পর্যন্ত হুমা বা রচিত কেউই প্রকাশ্যে বাগদান নিয়ে কিছু বলেননি।
অভিনয়ের পাশাপাশি সাফল্যও আসছে একের পর এক। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘তরলা’ ছবিতে, যেখানে তিনি রাঁধুনি তরলা দালাল-এর অনুপ্রেরণাদায়ক জীবন ফুটিয়ে তুলেছিলেন। সামনে রয়েছে একাধিক বড় ছবি, অক্ষয় কুমার ও অর্জাদ ওয়ারসির সঙ্গে ‘জলি এলএলবি ৩’, এরপর ম্রুণাল ঠাকুরের সঙ্গে ‘পূজা মেরি জান’।
অন্যদিকে, তাঁর প্রযোজনা সংস্থা থেকে ভাই সাকিব সালিমের সঙ্গে তৈরি করা ছবি ‘বায়ান’ ৬ই সেপ্টেম্বর TIFF-এ ওয়ার্ল্ড প্রিমিয়ার পেয়েছে। সব মিলিয়ে, ব্যক্তিগত সুখবরের গুঞ্জন ও একের পর এক পেশাগত সাফল্যের কারণে ২০২৫ সাল যেন হুমা কুরেশির জীবনের এক স্মরণীয় অধ্যায়ে পরিণত হচ্ছে।