পহেলগাম জঙ্গি হামলার জবাবে ‘অপারেশন সিন্দুর’। তারই সাফল্য প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার ফের জানালেন, ভারত কোনও পারমাণবিক হুমকিকেই ভয় পায় না। একই সঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর তরফে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে ক্ষতির স্বীকারোক্তি ইসলামাবাদের সন্ত্রাস মদতের প্রমাণ বলে মন্তব্য করলেন তিনি।
নিজের ৭৫ তম জন্মদিনে মধ্যপ্রদেশের ধার জেলায় একাধিক প্রকল্প উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটাই নতুন ভারত। ভারত এখন কাউকে ভয় পায় না। আমাদের বাহিনী শত্রুকে ঘরে ঢুকে নিকেশ করতে পারে। নতুন ভারত পারমাণবিক হুমকিকেও পাত্তা দেয় না।”
তিনি স্পষ্ট ইঙ্গিত দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক মন্তব্যের দিকে, যেখানে মুনির ভবিষ্যৎ যুদ্ধে অস্তিত্ব সংকট তৈরি হলে পাকিস্তান ‘অর্ধেক দুনিয়া ধ্বংস করে দেবে’ বলে হুঁশিয়ারি দিয়েছিলেন।
“অপারেশন সিন্দুরে জঙ্গি লঞ্চপ্যাড গুঁড়িয়ে দেওয়া হয়েছে। জইশ জঙ্গিরাই পাকিস্তানের মুখোশ খুলে দিয়েছে,” যোগ করেন মোদি।
কয়েকদিন আগেই জইশ নেতা মাসুদ ইলিয়াস কাশ্মীরি প্রকাশ্যে বলেছিলেন, ‘অপারেশন সিন্দুর’-এ বাহাওলপুরে মাওলানা মাসুদ আজহারের পরিবারকে ভারতীয় সেনা হত্যা করেছে। ইলিয়াসের এই বক্তব্যই ভারতের দাবি শক্তিশালী করেছে বলে মনে করছে কূটনৈতিক মহল।
