করমর্দন বিতর্কের আগুনে ঘি ঢালল মহম্মদ ইউসূফের চূড়ান্ত আপত্তিকর মন্তব্য। পহেলগাঁওয়ের নিহতদের শ্রদ্ধা জানাতে রবিবার ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তানের সকল প্রাক্তনীই। তবে মহম্মদ ইউসূফ এই ঘটনায় যে প্রতিক্রিয়া দিয়েছেন, তেমন মাত্রা ছাড়াতে দেখা যায়নি কাউকেই। পাকিস্তানের এই প্রাক্তন ব্যাটার সরাসরি “শুয়োর” বলে অভিহিত করেছেন ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবকে।
আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের হয়ে ১৭ হাজারেরও বেশি রান করেছেন মহম্মদ ইউসূফ। ভারত-পাক ম্যাচের পর একটি টিভি চ্যানেলের অনুষ্ঠানে হাজির হয়ে তিনি রীতিমতো অশালীন ভাষায় গালিগালাজ করেন টিম ইন্ডিয়ার নেতাকে। যা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন উক্ত অনুষ্ঠানটির উপস্থাপকও।
সূর্য কুমার যাদবকে “শুয়োর” বলার পাশাপাশি এ সময় ইউসূফ মন্তব্য করেন, “ভারত তাদের সিনেমার জগৎ থেকে বেরিয়ে আসতে পারছে না। ভারত যেভাবে জেতার চেষ্টা করছে। যেভাবে আম্পায়ারদের ব্যবহার করছে তারা। ম্যাচ রেফারির মাধ্যমে যেভাবে (পাকিস্তানকে) নির্যাতন করছে, তার জন্য ভারতের লজ্জিত হওয়া উচিত। এটা সবচেয়ে বড় কথা।” এ দিকে পাকিস্তানের প্রাক্তন তারকার এ হেন মন্তব্যে স্বাভাবিকভাবেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
একাধিক নেটাগরিক এই অশালীন মন্তব্যের বিরোধিতা করে কার্যত তুলোধোনা করেছেন ইউসূফকে। একজন লেখেন, “পাকিস্তানি ক্রিকেটার ইউসূফ ইয়োহানা, যিনি ধর্ম বদলে মহম্মদ ইউসূফ হয়েছিলেন, তিনি স্কাইকে (সূর্য কুমার যাদবের ডাকনাম) “শুয়োর” বলে সম্বোধন করেছেন। এই জঘন্য লোকেরা চায় ভারত তাদের ক্রিকেট পুনরুজ্জীবিত করতে সাহায্য করুক।” আরেকজনের দাবি, “অত্যন্ত নিম্নমানের মন্তব্য। নির্লজ্জ আচরণ।”