সোমবার মুক্তি পেল ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ ছবির বহুল প্রতীক্ষিত ট্রেলার। ট্রেলার লঞ্চের দিন অভিনেতা বরুণ ধাওয়ান কথা বললেন বর্তমানে চলতে থাকা অভিনেতাদের খরচ বিতর্ক নিয়ে। বরুণ বলেন, শুধু অভিনেতাদেরই দোষ দেওয়া উচিত নয়। প্রযোজকদেরও পরিবারের সদস্যের মতো আচরণ করা দরকার। তিনি জানান, যখন তিনি ধর্মা প্রোডাকশনের ছবিতে কাজ করেন, তখন মনে হয় যেন সেটা তাঁর নিজের বাড়ির ছবি। কারণ ধর্মা সব সময় অভিনেতাদের বিশেষ যত্ন নেয়।
বরুণ আরও বলেন, তাঁর টিমে চারজন মানুষ থাকেন। তবে তাঁর বাবা ডেভিড ধাওয়ান নিয়ম করেছেন যে তিনি শুটিং সেটে কখনও ম্যানেজার নেন না, কারণ তিনি প্রযোজকদের সুবিধাকে বেশি গুরুত্ব দেন। তিনি উল্লেখ করেন, এখন ওটিটি এবং স্যাটেলাইটের দামে অনেক ওঠানামা হচ্ছে। প্রযোজকরাই আসল ঝুঁকি নেন। আগে যেমনভাবে সিনেমা বানানো হত, তেমন পরিস্থিতিই আবার তৈরি হচ্ছে। অতীতে অনেক খারাপ অভিজ্ঞতা ছিল, অনেকেই বাড়ি পর্যন্ত হারিয়েছেন। তাই এখন সবার একসঙ্গে ছবি বানানো দরকার।
বরুণের মতে, “যদি আমি সব প্রযোজনা সংস্থাকে নিজের মনে করি, তাহলে প্রযোজকদেরও পরিবার সদস্যের মতো আচরণ করতে হবে। সেটা অনেক সময় হয় না। অভিনেতাদেরই দোষ দেওয়া হয়, আমাদের নিয়ে নানা গল্প বের হয়, সমালোচনা করা হয়। কিন্তু ভালো প্রযোজকও দরকার, যারা পরিবার-পরিবেশ তৈরি করবেন। যদি কোনও অভিনেতা অহঙ্কার করেন, তবে তাঁর সঙ্গে কাজই করবেন না।”
এর আগে পরিচালক সঞ্জয় গুপ্তা অভিযোগ করেছিলেন, বলিউডের কিছু অভিনেতা সেটে ছ’টি ভ্যানিটি ভ্যান চান। আবার কিছু দম্পতি একসঙ্গে এগারোটি ভ্যান চান, যার মধ্যে রান্নাঘরের জন্য আলাদা ভ্যানও থাকে। পরিচালক রাকেশ রোশন এবং ফারাহ খানও বলেছেন, বিপুল খরচের কারণে প্রযোজকদের উপর চাপ বাড়ছে এবং ছবির বাজেট ফুলে যাচ্ছে।
উল্লেখ্য, ‘সানি সংস্কারী কি তুলসি কুমারী’ ছবিটি পরিচালনা করেছেন শশাঙ্ক খৈতান। প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশনস এবং মেন্টর ডিসাইপল এন্টারটেইনমেন্ট। ছবিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, জানভি কাপুর, সন্যা মালহোত্রা, রোহিত সরাফ, এবং সহ-অভিনেতা হিসেবে রয়েছেন মানীশ পল ও অক্ষয় ওবেরয়। ছবিটি মুক্তি পাবে আগামী ২ অক্টোবর।