গত রবিবারের মহারণে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি টিম ইন্ডিয়া। যে ঘটনার জল গড়িয়েছে অনেক দূর। এক দিকে পাকিস্তানের প্রাক্তনীরা যেমন সমালোচনায় ভরিয়ে দিয়েছেন সূর্য কুমার যাদব এন্ড কোংকে। অন্যদিকে পাক ক্রিকেট বোর্ডের তরফে আইসিসিতে অভিযোগ জানানো হয় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের বিরুদ্ধে। সেই করমর্দন বিতর্কে এ বার নয়া মোড়। রবিবার সুপার ফোরের ম্যাচে দুই দলের ক্রিকেটারদের করমর্দনের মাধ্যমে সৌজন্য বিনিময় করতে হবে কি না তা এ বার জানিয়ে দিল আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
গত রবিবারের পর এই রবিবারও মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। এ বার লড়াইটা সুপার ফোরে। তার আগে একটি ক্রিকেটীয় ওয়েবসাইটের রিপোর্ট অনুযায়ী, পাকিস্তানকে আসন্ন ম্যাচের জন্য করমর্দন নিয়ে একটি বিশেষ নির্দেশ দিয়েছে আইসিসি। জানা যাচ্ছে, আইসিসির সিইও সংযোগ গুপ্তের সঙ্গে বৃহস্পতিবার একটি বৈঠক করেছেন পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি। এই বৈঠকের পর পাকিস্তান দলের অধিনায়ক সলমন আলি আঘা এবং কোচ মাইক হেসনের সঙ্গে আরেকটি বৈঠক করেন নকভি।
এই বৈঠকেই পাক দলকে নির্দেশ দেওয়া হয়েছে যে, তারা যেন আসন্ন দ্বৈরথে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে না যান। পাকিস্তান আইসিসির এই নির্দেশ মেনেও নিয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ গত রবিবার যে ছবিটা দেখা গিয়েছিল দুবাইয়ে, আসন্ন রবিবারেও দেখা যেতে চলেছে একই ছবি। এ বারেও একে অপরের সঙ্গে করমর্দন করতে দেখা যাবে না দুই দলের ক্রিকেটারদের। এ দিকে সমস্যা শুধু এক জায়গাতেই নয়। ম্যাচ শেষে ভারত অধিনায়ক সূর্য কুমার যাদবের পহেলগাঁওয়ে নিহত ২৬ জন এবং ভারতীয় সেনার প্রতি জয় উৎসর্গ করা নিয়েও আপত্তি রয়েছে পাক ক্রিকেট বোর্ডের।
এই বিষয়ে আইসিসির কাছে সূর্যের নামে তারা লিখিত অভিযোগও জানাতে পারে বলে শোনা যাচ্ছে। এরই মধ্যে আগামী ম্যাচে করমর্দনের বিষয়ে বড় আপডেট এল সামনে। মনে করা হচ্ছে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট ক্ষমা চাওয়ার ফলেই সুর কিছুটা হলেও নরম করেছে পাকিস্তান। পাক বোর্ডের তরফে দুবাইয়ের মাঠে টিম ম্যানেজমেন্টের একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। সেখানেই পাইক্রফ্টের ক্ষমা চেয়েছেন বলে দাবি করা হয়েছে। ম্যাচ রেফারির বিরুদ্ধে ক্রিকেটের নিয়ম লঙ্ঘনের অভিযোগ এনেছিল পাকিস্তান। সেই মর্মে আইসিসির কাছে পাইক্রফ্টকে সরিয়ে দেওয়ার দাবি জানায় তারা। অন্যথায় এশিয়া কাপ বয়কট করার হুঁশিয়ারি দিয়েছিল নকভির নেতৃত্বাধীন বোর্ড।
আইসিসির তরফে অবশ্য পাকিস্তানের দাবি খারিজ করে দেওয়া হয়। আর এর পরই আগামী ম্যাচে করমর্দন নিয়ে বড়সড় নির্দেশ দিল তারা। যা মেনে নেওয়া হয়েছে পাকিস্তানের তরফেও। তবু এর পরেও জট পুরোপুরি কাটল কী? রবিবার চলতি এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। সে দিন নতুন কী ঘটে, তা দেখার অপেক্ষাতেই গোটা ক্রিকেট দুনিয়া।
Pakistan Cricket Team, PCB, ICC, Indian Cricket Team, Handshake Row, Asia Cup 2025
