ভারতের প্রধান বিচারপতি বি আর গাভাই বৃহস্পতিবার জানান, খাজুরাহোর জাভারি মন্দিরে ভগবান বিষ্ণুর ভাঙা মূর্তি পুনঃস্থাপন সংক্রান্ত মামলায় তাঁর মন্তব্য সামাজিক মাধ্যমে ভুলভাবে প্রচারিত হচ্ছে।
“কেউ আমাকে বলেছে, আমার মন্তব্য সামাজিক মাধ্যমে অন্যভাবে দেখানো হয়েছে… আমি সব ধর্মকে শ্রদ্ধা করি,” বলেন প্রধান বিচারপতি।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট সাত ফুট উঁচু ভগবান বিষ্ণুর ভাঙা মূর্তি পুনর্নির্মাণ ও পুনঃপ্রতিষ্ঠার দাবিতে দায়ের হওয়া একটি আবেদন খারিজ করে দেয়। আবেদনটি মধ্যপ্রদেশের ছতরপুর জেলার খাজুরাহোর ইউনেস্কো হেরিটেজ জাভারি মন্দির সংক্রান্ত ছিল।
প্রধান বিচারপতি গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ আবেদনকারী রাকেশ দালালের দাবি খারিজ করে বলে, “এটা পুরোপুরি প্রচার পাওয়ার জন্য করা মামলা। যদি আপনি বলেন যে আপনি ভগবান বিষ্ণুর ভক্ত, তাহলে প্রার্থনা করুন, ধ্যান করুন, দেবতার কাছেই প্রার্থনা করুন।”
শীর্ষ আদালত জানায়, বিষয়টি প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগের (ASI) আওতায় পড়ে। “এটা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন। এএসআই অনুমতি দেবে কি না, সেটা তারাই ঠিক করবে,” মন্তব্য প্রধান বিচারপতির।
এদিনের শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, “আমি গত দশ বছর ধরে প্রধান বিচারপতিকে চিনি। তিনি সব ধর্মীয় স্থানে গিয়েছেন। সামাজিক মাধ্যমে মন্তব্য বিকৃত হওয়া এক গুরুতর বিষয়।” তিনি যোগ করেন, “আগে আমরা নিউটনের সূত্র জানতাম, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। এখন দেখছি, সমাজমাধ্যমে প্রত্যেক ক্রিয়ার অবান্তর প্রতিক্রিয়া হচ্ছে।”
শুনানিতে উপস্থিত বরিষ্ঠ আইনজীবী কপিল সিব্বল বলেন, “আমরা প্রতিদিনই এই নিয়ে ভুগি। সোশাল মিডিয়া এক অশান্ত ঘোড়া, যাকে বশ করার উপায় নেই।”
সবশেষে প্রধান বিচারপতি গাভাই আবারও স্পষ্ট করে বলেন যে, তিনি সব ধর্মকে শ্রদ্ধা করেন এবং মন্তব্য বিকৃত হওয়া নিয়ে সম্প্রতি নেপালে এই ধরনের ঘটনাকেও উদাহরণ হিসেবে উল্লেখ করেন।