চাকরিহারা পরীক্ষার্থীদের সঙ্গে
পরীক্ষা দেওয়া নতুন প্রার্থীদের এসএসসি ভবন অভিযান। শিয়ালদহ থেকে মেট্রো করে করুণাময়ীতে এসে মিছিল করে এসএসসি ভবন অভিমুখে যান তাঁরা।
শুক্রবার দুপুরে নিজেদের একাধিক দাবি নিয়ে এসএসসি ভবন অভিযানের ডাক দেন চাকরিহারা প্রার্থীদের সঙ্গেই সদ্য পরীক্ষায় বসেছিলেন এমন চাকরি প্রার্থীরাও। তাঁদের মূল বক্তব্য, শূন্যপদের সংখ্যা বাড়াতে হবে সরকারকে। চাকরিহারারা অনেক আন্দোলনের পর ২০২৫ সালে আবার পরীক্ষা দেন। কোর্টের নির্দেশে তাঁদেরকে বলা হয়েছিল ১০ নম্বর করে বেশি দেওয়া হবে।
এবার প্রশ্ন নতুন যাঁরা পরীক্ষা দিয়েছেন তাঁদের কী হবে? শূন্য পদের সংখ্যা বৃদ্ধির দাবি তুলেছেন আন্দোলনকারীরা। সেই দাবি নিয়ে এসএসসি ভবনে ডেপুটেশন এবং বিক্ষোভ দেখান নতুন পরীক্ষার্থীরাও।