নবদ্বীপে এক বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বৃহস্পতিবার রাতে নবদ্বীপ শহরের ছয় নম্বর ওয়ার্ডের ঘটনা। মৃতের নাম সঞ্জয় ভৌমিক।
সূত্রের খবর, ওই রাতে সঞ্জয় বাড়ি ফিরছিলেন। সেই সময় এলাকায় কয়েকজন যুবক নিজেদের মধ্যে বচসা করছিল। তিনি তাদের ঝগড়া থামাতে বললে উলটে তার উপর চড়াও হয় স্থানীয় দুষ্কৃতীরা। অভিযোগ এমনটাই।
প্রাণ বাঁচাতে সঞ্জয় বাড়ির ভিতরে আশ্রয় নেন, কিন্তু অভিযুক্তরা সেখানেও ঢুকে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে রাতেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সঞ্জয়ের মৃত্যু হয়।
এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই বিজেপি নেতৃত্বরা হাসপাতালে পৌঁছে যান। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসে নবদ্বীপ থানার পুলিশও। মৃতের পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতেই এই খুন। যদিও এই ঘটনার পেছনে কোন রাজনৈতিক বিষয় আছে কি না সে ব্যাপারে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।
সঞ্জয়ের পরিবার ভেঙে পড়েছে এই ঘটনার পর। তাঊর দিদি স্বাতী চক্রবর্তী জানিয়েছেন, নিছক এক মানবিক উদ্যোগ নিয়েই ভাই ওই রাতে দুষ্কৃতীদের ঝগড়া থামাতে বলেছিল। সেই কারণে প্রাণ দিতে হবে, তা তারা ভাবতেও পারেননি। বিজেপির পক্ষ থেকে শোকবার্তার পাশাপাশি ক্ষোভ প্রকাশ করা হয়েছে। দলের নেতৃত্ব দাবি করেছেন, তৃণমূলের ছত্রছায়ায় এলাকায় দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে, আর তারই বলি হতে হল সঞ্জয় ভৌমিককে।
ঘটনায় গোটা নবদ্বীপ শহরে উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় টহল বাড়িয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হলেও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
