২০২৬ সালের একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের জন্য ভারতের অফিশিয়াল এন্ট্রি হিসেবে বেছে নেওয়া হল হিন্দি ছবি ‘হোমবাউন্ড’-কে। এই ছবি প্রতিযোগিতা করবে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার বিভাগে। শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, কলকাতায় এক প্রেস কনফারেন্সে এই ঘোষণা করেন নির্মাতা এন চন্দ্রা। তিনি জানান, মোট ২৪টি ভিন্ন ভাষার ছবি এইবার নির্বাচনের জন্য জমা পড়েছিল।
এন চন্দ্রা বলেন, “এটি খুব কঠিন সিদ্ধান্ত ছিল। প্রতিটি ছবিই মানুষের জীবনের গল্প বলেছে। আমরা বিচারক ছিলাম না, আমরা কোচ ছিলাম। আমরা খুঁজছিলাম এমন খেলোয়াড় যারা নিজের জায়গা তৈরি করেছে।” এই ছবির নির্বাচন করেছে ১২ জনের একটি কমিটি, যেখানে প্রযোজক, পরিচালক, লেখক, সম্পাদক এবং সাংবাদিকরা ছিলেন।
‘হোমবাউন্ড’ ছবিটি উত্তর ভারতের একটি গ্রামের দুই শৈশবকালের বন্ধু সম্পর্কে এক নিবিড় গল্প বলে। দু’জনেই স্বপ্ন দেখে পুলিশ অফিসার হওয়ার, যাতে সমাজে তারা সম্মান পায়। কিন্তু স্বপ্নপূরণের পথে চাপ ও নানা সমস্যায় তাদের বন্ধুত্বে ফাটল ধরে। ছবিটি প্রথম বড় সাফল্য পায় কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এ। সেখানে ছবিটি দেখানোর পর দর্শকরা দাঁড়িয়ে ৯ মিনিট টানা হাততালি দেন। ছবিটি নির্বাচিত হয়েছিল আনসার্টেইন রিগার্ড বিভাগে। প্রদর্শনের আগে হলিউড কিংবদন্তি মার্টিন স্করসেসি ছবির প্রশংসা করে বলেন, “নীরজের কাজ আমি ‘মাসান’ থেকেই দেখি। ‘হোমবাউন্ড’ একটি দারুণ গল্প, সুন্দরভাবে তৈরি। এটি ভারতীয় সিনেমার জন্য গুরুত্বপূর্ণ অবদান।”
এরপর ছবিটি দেখানো হয় টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে। সেখানেও দারুণ সাড়া ফেলে। ছবিটি পিপলস চয়েস ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-এ দ্বিতীয় রানার আপ হয়। প্রথম স্থান পায় কোরিয়ান ছবি ‘নো আদার চয়েস’ এবং প্রথম রানার আপ হয় ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে-এ পরিচালক নীরজ ঘাইওয়ান বলেন, “এটি বন্ধুত্ব, সম্মান আর বেঁচে থাকার গল্প। ছবিটি এমন মানুষদের কথা বলছে যাদের আমরা প্রায়শই লক্ষ্য করি না।”
ছবির প্রযোজক দলের পক্ষ থেকে করন জোহর ইনস্টাগ্রামে লিখেছেন, “এটি আমাদের সবার জন্য গর্বের মুহূর্ত। মানুষের ভালবাসা পাওয়ার মতো আনন্দ আর কিছু নেই। ধন্যবাদ নীরজকে, আমাদের এই ছবির অংশ করতে।”
‘হোমবাউন্ড’ ভারতের হলে মুক্তি পাবে চলতি মাসের ২৬ তারিখ।
অস্কারের জন্য ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ছবির জমা দেওয়ার শেষ তারিখ ১ অক্টোবর ২০২৫। এরপর ১৬ ডিসেম্বর অস্কারের শর্টলিস্ট প্রকাশ হবে। ২২ জানুয়ারি ২০২৬ তারিখে অফিসিয়াল নমিনেশন ঘোষণা হবে। আর ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার অনুষ্ঠিত হবে ১৫ মার্চ ২০২৬, রবিবার। সবমিলিয়ে, একাধিক আন্তর্জাতিক মঞ্চ কাঁপিয়ে ফাইনালে ভারতের প্রতিনিধি ‘হোমবাউন্ড’।