ভারত ও চিন যাতে রাশিয়া থেকে কোনওভাবেই তেল না কেনে সেজন্য উঠেপড়ে লেগেছে ট্রাম্পের দেশ। গত কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর শীর্ষ কর্তারা ভারতের রাশিয়া থেকে তেল কেনা ঘিরে কড়া সমালোচনা করে চলেছেন। ওয়াশিংটনের অভিযোগ, এভাবে ভারত ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাচ্ছে। যদিও এই অভিযোগ আগেই খারিজ করেছে নয়াদিল্লি। চিনের বিরুদ্ধেও একই অভিযোগ ট্রাম্পের।
এই ইস্যুতেই এবার মুখ খুলল পুতিনের দেশ। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মার্কিন শুল্কনীতি ও তাদের চাপ প্রয়োগের ভাষা নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তাঁর মতে, এমন চাপ দিয়ে কোনও লাভ নেই। তিনি জানিয়েছেন, ভারত ও চিনের মতো ‘প্রাচীন সভ্যতা’কে আলটিমেটাম দিয়ে কিছু করানো যাবে না।
রাশিয়ার টিভি চ্যানেল ওয়ান-এর ‘দ্য গ্রেট গেম’ অনুষ্ঠানে লাভরভ অভিযোগ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চিন ও ভারতকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করতে হুঁশিয়ারি দিচ্ছে, তাতে এই দেশগুলি আরও দূরে সরে যাচ্ছে। তাঁর অভিযোগ, এই চাপের ফলে দুই দেশ নতুন জ্বালানি বাজার খুঁজতেও বেশি দাম দিতে বাধ্য হতে পারে।
তবে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞার হুমকি নিয়ে লাভরভ উদ্বেগ প্রকাশ করেননি। তাঁর মতে, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা নিয়ে কোনও সমস্যা নেই। লাভরভ দাবি করেন যে ট্রাম্পের প্রথম মেয়াদেই নজিরবিহীন মাত্রায় নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। তখন থেকেই মস্কো শিক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করেছে।