নদিয়ার নবদ্বীপে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। মৃত্যু হয়েছে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের। তাঁর মৃতদেহের ময়নাতদন্ত করা হয়েছে। নদিয়ার কল্যাণীর এইমস হাসপাতালে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বিজেপি কর্মীর মৃতদেহে শেষ শ্রদ্ধা জানান। সেই সঙ্গেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেন শুভেন্দু।
তিনি বলেন, রাজনৈতিক রং দেখে পশ্চিমবঙ্গের পুলিশ কাজ করে, নবদ্বীপের আসন টলমল করছে, হাতছাড়া হওয়ার ভয় রয়েছে তৃণমূলের। তৃণমূল জানে এসআইআর হলে কুড়ি হাজার ভোটে নবদ্বীপে হারবে। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রীও। স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও তিনি ব্যর্থ।
দেহ নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। আগামীকাল পর্যন্ত পুলিশকে সময়ে দেন শুভেন্দু। পরবর্তীতে কৃষ্ণনগরে এসপি অফিস ঘেরাও করা হবে।
শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী, পিতৃপক্ষে কেউ শুভ কাজ করে না। রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দুদের অনুষ্ঠানকে বর্জন করে কালচারাল অনুষ্ঠান করতে চান। বীরনগরে খুন প্রসঙ্গে শুভেন্দুর প্রতিক্রিয়া, আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুলিশ শুধু টাকা তোলে। এদিন কল্যাণী এইমসে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি সভানেত্রী অপর্ণা নন্দী, রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার, একাধিক বিজেপি বিধায়ক এবং বিজেপি কর্মী সমর্থকেরা। এদিন শুভেন্দু অধিকারী সহ সমস্ত বিজেপি কর্মী সমর্থকরা বুকে কালো ব্যাজ লাগিয়ে মৃতদেহ নিয়ে পদযাত্রা করেন। অভিযুক্ত চারজনের ফাঁসির দাবি তোলা হয় বিজেপির পক্ষ থেকে।