দুর্গাপুজোয় সাধারণ মানুষের সুবিধার্থে চালু হচ্ছে পুলিশের হেল্পলাইন। এবারও ভিড় নিয়ন্ত্রণে নানা কার্যকরী পদক্ষেপ নিচ্ছে পুলিশ।
শুক্রবার রাজ্য পুলিশের তরফে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম সাংবাদিক বৈঠক করলেন ভবানী ভবনে। সেখানে তিনি জানান, মহালয়া থেকেই ভি়ড় নিয়ন্ত্রণের কাজে লেগে পড়বে পুলিশ। তা চলবে বিসর্জন-কার্নিভাল পর্যন্ত। তিনি বলেন, যে জেলায় যেমন ভিড় হয়, সেখানে তেমন ব্যবস্থা হচ্ছে। দরকারে বাহিনী পাঠানো হবে, যাতে পর্যাপ্ত ব্যবস্থা থাকে। রাতে যাঁরা ঘুরে ঠাকুর দেখবেন, তাঁরা যাতে সুরক্ষিত থাকেন, পুলিশ তা দেখবে।
পুজোর পাঁচ দিনের জন্য বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হল । নম্বরটি হল ৯১৬৩৭৩৭৩৭৩। এছাড়াও যোগাযোগ করতে পারেন লালবাজার কন্ট্রোল রুমে। সেখানে তিনটি নম্বরে যোগাযোগ করতে পারেন। সেগুলি হল— ১০০, ০৩৩-২২৫০-৫০৯০, ০৩৩-২২১৪-৩২৩০। নিখোঁজ হয়ে যাওয়া কারও ব্যাপারে পুলিশকে জানাতে যোগাযোগ করতে পারেন লালবাজারের ‘মিসিং পার্সন স্কোয়াড’-এর সঙ্গে। সেখানকার নম্বর হল— ০৩৩-২২৫০-৫১৫৩, ০৩৩-২২১৪-১৮৩৫। আরও জানানো হয়েছে যে পুজোয় সব জেলা মিলিয়ে ১৫ হাজারেরও বেশি পুলিশ মোতায়েন থাকছে। প্রয়োজনে হেডকোয়ার্টার থেকেও পুলিশ পাঠানো হবে।
এদিকে কুড়মি সমাজের ডাকা ‘রেল অবরোধ’ কর্মসূচি নিয়েও বার্তা দেওয়া হল। জাভেদ শামিম বলেন, আগামী ২৫ তারিখ সমাজমাধ্যমে রেল অবরোধের ডাক দেওয়া হয়েছে। রাজ্যের অনেক রোগীকে ট্রেনে দক্ষিণ ভারতে নিয়ে যাওয়া হয়। অনেকে পড়তেও যান। তাঁদের কথা মাথায় রেখে যেন যাতায়াত ব্যবস্থা অচল না হয়ে পড়ে, সেই দিকে কড়া নজর রাখছে পুলিশ।
