ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে ওডিআই সিরিজ ১-২ ফলে খোয়াল হরমনপ্রীত কাউরের ভারত। শনিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার জিতল ৪৩ রানে। সিরিজ খোয়ানোর দিনে নজরকাড়া ব্যাটিং ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানার। ৫০ বলে শতরান করে ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই ওডিআই ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি।
মহিলাদের একদিনের ক্রিকেটে শনিবার স্মৃতি মান্ধানা দ্বিতীয় দ্রুততম শতরান করার রেকর্ড গড়েছেন। দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিংয়ের। ২০১২ সালে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তিনি ৪৫ বলে শতরান করেছিলেন।
পুরুষ ও মহিলা মিলিয়ে ভারতীয় ক্রিকেটে দ্রুততম শতরানের রেকর্ডটি আগে ছিল বিরাট কোহলির দখলে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০১৩ সালে ৫২ বলে শতরান করেছিলেন কোহলি। সেই রেকর্ড অরুণ জেটলি স্টেডিয়ামে ভেঙে দিলেন স্মৃতি।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে নজরকাড়া ফর্মে ছিলেন স্মৃতি মান্ধানা। শনিবার গ্রেস হ্যারিসের বলে আউট হওয়ার আগে করেছেন ৬৩ বলে ১২৫ রান। ১৭টি চার এবং ৫ টি ছক্কা ছিল মান্ধানার ইনিংসে। স্ট্রাইক রেট ১৯৮.৪১।
অস্ট্রেলিয়ার ৪১২ রানের জবাবে ব্যাট করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিল ২০ ওভারে ২ উইকেট খুইয়ে ২০৪ রান। মান্ধানা এবং ক্যাপ্টেন হরমনপ্রীত কাউরের দাপটে ম্যাচ তখন ভারতের দিকেই ঝুঁকে।
তৃতীয় উইকেটে হরমনপ্রীত কাউরের সঙ্গে ১২১ রান যোগ করেছেন মান্ধানা। যতক্ষণ ক্রিজে ছিলেন ২৯ বছরের স্মৃতিকে থামাতে পারেননি মেগান শ্যুট, তাহলিয়া ম্যাকগ্রা, অ্যাশলে গার্ডনাররা। অজি বোলারদের কাউকেই ছাড়েননি স্মৃতি। তবে ব্যক্তিগত ৫২ রানে হরমনপ্রীত এলবিডব্লু হতেই ম্যাচের মোড় ঘুরে যায়।
ক্যাপ্টেন ফিরে যাওয়ার কিছু পরেই আউট হয়েছেন মান্ধানা। দীপ্তি শর্মার ৭২ রানও ভারতকে ম্যাচে ফেরাতে পারেনি। বাংলার রিচা ঘোষ মাত্র ৬ রান করে রান আউট হয়েছেন। শেষমেশ ৩৬৯ রানে মুড়িয়ে যায় ভারতের ইনিংস। ৪৩ রানে হেরে সিরিজ খোয়াতে হলেও ওডিআই বিশ্বকাপ ক্রিকেটের আগে নিজেদের যাচাই করে নেওয়ার সুযোগ কাজে লাগিয়েছেন মান্ধানা-হরমনপ্রীতরা।
ভারতের মেয়েদের ক্রিকেটে একদিনের ম্যাচে দ্রুততম শতরানের আগের রেকর্ড ছিল স্মৃতিরই দখলে। তিনি আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ বলে শতরান করেছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তাঁর ৭৭ বলে শতরানের নজিরও রয়েছে। এককথায় ওডিআই ক্রিকেটে ওমেন্স ইন ব্লু-র মধ্যে দ্রুততম শতরানের তালিকায় প্রথম তিনটি স্থানেই থাকলেন ওপেনার স্মৃতি মান্ধানা।
