আরিয়ান খানের ওয়েব সিরিজ দ্য বাস্টার্ডস অব বলিউডে নতুন মাত্রা যোগ করল মন মাতানো গান ‘গাফুর’। শুক্রবার মুক্তি পাওয়া এই গানটিতে আছে পুরনো দিনের ছোঁয়া, দারুণ বিট আর তামান্না ভাটিয়ার ঝলমলে উপস্থিতি। গানটির কথা ও সুর করেছেন শাশ্বত সচদেব। কণ্ঠ দিয়েছেন শিল্পা রাও এবং উজ্জ্বল গুপ্তা। সিরিজের এই গানটি শুরু হয় এক অভিনব ভঙ্গিতে। বলিউডের তিন তিনজন কিংবদন্তি খলনায়ক গুলশন গ্রোভার, শক্তি কাপুর আর রঞ্জিত মিলে এক ভয়ঙ্কর গ্যাংস্টারকে নিয়ে আলাপচারিতা করছেন। এরপরই শুরু হয় মিউজিক।
গান শুরু হতেই ঝলমলে সাজে মঞ্চে প্রবেশ করেন তামান্না ভাটিয়া। ফারাহ খানের কোরিওগ্রাফি তামান্নাকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শুধু তাই নয়, গুলশন গ্রোভার, শক্তি কাপুর আর রঞ্জিতও তামান্নার সঙ্গে নাচে যোগ দেন। ফলে ভিডিয়োতে নস্টালজিয়ার এক বাড়তি মাত্রা যোগ হয়েছে। গানটির চিত্রগ্রহণ করেছেন এস. রবি ভার্মা এবং সম্পাদনা করেছেন তুষার পারেখ।
মেকাররা গানটি অনলাইনে প্রকাশ করে লিখলেন, “নিয়ে এলাম ‘গাফুর’, সরাসরি দ্য বাস্টার্ডস অব বলিউডের দুনিয়া থেকে। এখানে তামান্না ভাটিয়া, রঞ্জিত, শক্তি কাপুর আর গুলশন গ্রোভার রয়েছেন স্পেশাল অ্যাপিয়ারেন্সে।”
শুধু প্রোমোশন নয়, গাফুর গানটি সিরিজের গল্পেও বড় ভূমিকা রাখে। এটি দিয়ে পরিচয় হয় অভিনেতা আরশাদ ওয়ারসির চরিত্রের, যিনি দুবাই থেকে ফেরা এক বড় গ্যাংস্টার। সঙ্গীত আর গল্পকে একসঙ্গে বুনে সিরিজটিকে আরও মজাদার ও প্রাণবন্ত করার চেষ্টা করেছেন আরিয়ান খান।
এই নেটফ্লিক্স সিরিজটি প্রযোজনা করেছে গৌরী খানের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। এটি আরিয়ান খানের প্রথম পরিচালনা। অভিনয়ে আছেন ববি দেওল, লক্ষ্যা, সাহের বাম্বা, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, গৌতমী কাপুর, বিজয়ন্ত কোহলি এবং রজত বেদি।
তার উপর বিশেষ চমক হিসেবে ক্যামিও করেছেন শাহরুখ খান, সলমন খান, আমির খান, রণবীর সিং, দিশা পাটানি, অর্জুন কাপুর আর করণ জোহর।
সব মিলিয়ে, গাফুর গানটি নস্টালজিয়া আর নতুনত্বের মিশ্রণ। তামান্নার ঝলমলে উপস্থিতি, ফারাহ খানের কোরিওগ্রাফি আর বলিউডের কিংবদন্তি খলনায়কদের অংশগ্রহণ একে আরও স্মরণীয় করে তুলেছে। সিরিজের মতো এই গানও দেখিয়ে দিল, আরিয়ান খানের ডেবিউ প্রোজেক্ট আলাদা ধরণের পরীক্ষা করতে ভয় পায় না, আনন্দ করতেও জানে।
Tamannaah Bhatia
Aryan Khan
The Bastards of Bollywood
Ghafoor
Netflix Series
Debut Directorial
Shashwat Sachdev
Shilpa Rao
Farah Khan