বিহার বিধানসভা নির্বাচনে বিরোধী জোট মুখ্যমন্ত্রী প্রার্থীর মুখ ঘোষণা না করে লড়বে না, স্পষ্ট জানালেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এক সাক্ষাৎকারে তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন, “আমরা কি বিজেপি, যে মুখ ছাড়া নির্বাচন লড়ব? অবশ্যই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করেই লড়ব।”
তেজস্বী যাদব ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিরোধী জোট ইন্ডিয়া ব্লক-এর প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন জানিয়েছেন। যদিও রাহুল গান্ধী পাল্টা তাঁকে বিহারের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি।
তেজস্বী বলেন, “এটা জনগণই ঠিক করবে। মুখ্যমন্ত্রী হওয়া বা সরকার গড়া মুখ্য বিষয় নয়, বিহার গড়াই আসল লক্ষ্য।” তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, আসন বন্টনের পর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টিও ঠিক হয়ে যাবে এবং কোনওভাবেই মুখ ছাড়া নির্বাচনে নামবে না ‘মহাগঠবন্ধন’।
গত ৩১ আগস্ট ভোটার অধিকার যাত্রার সমাবেশে তেজস্বী ইঙ্গিতপূর্ণভাবে নিজেকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, “এটা এক নকল সরকার। আমাদের দরকার আসল মুখ্যমন্ত্রী, নকল নয়।” ভিড়ের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দেন, “আপনারা কি নকল মুখ্যমন্ত্রী চান, নাকি আসল? তেজস্বী সামনে, সরকার পিছনে।”
মহাগঠবন্ধনে কংগ্রেস জুনিয়র পার্টনার হিসেবে তেজস্বীর মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর বিষয়টি আটকাবে না বলেই ধারণা। তবে সাংবাদিকদের প্রশ্নে রাহুল গান্ধী সরাসরি জবাব এড়িয়ে গিয়েছিলেন। তিনি বলেন, “ইন্ডিয়া ব্লকের সব দল পরস্পরের প্রতি সম্মান রেখে একসঙ্গে কাজ করছে। আমরা একসঙ্গে লড়ব এবং ফলও ভালো হবে।”
