পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস ঘোষণা করেছেন যে, রাজভবনে এখন থেকে কেবলমাত্র ভারতে তৈরি পণ্য ব্যবহৃত হবে। এর জন্য একটি বিশেষ নজরদারি কমিটি গঠন করা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর ‘মিশন স্বদেশ’ উদ্যোগের অংশ হিসেবে, যার মূল লক্ষ্য আত্মনির্ভর ভারত গড়া এবং দেশীয় শিল্পকে সমর্থন করা। রবিবার বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারো সমস্ত রাজ্যগুলিকে ভারতীয় পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানান। তার পরই এই সিদ্ধান্তের কথা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
উদ্যোগের তাৎপর্য :
•ভারতে তৈরি জিনিসের চাহিদা বাড়িয়ে স্থানীয় ব্যবসা, শিল্পী ও উৎপাদকদের সহায়তা করা।
•দেশীয় পণ্যের ব্যবহার বৃদ্ধির ফলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা।
•রাজভবন থেকেই শুরু হওয়া এই পদক্ষেপের মাধ্যমে অন্য সরকারি দফতর ও সাধারণ নাগরিকদের দেশীয় পণ্য ব্যবহারে অনুপ্রাণিত করা।
রাজভবন যে সব উৎস থেকে পণ্য সংগ্রহ করবে :
•গভর্নমেন্ট ই-মার্কেটপ্লেস : সরকারি এই অনলাইন পোর্টাল থেকেই কেনাকাটা হবে, যেখানে প্রচুর দেশীয় পণ্যের তালিকা রয়েছে।
•স্থানীয় ক্ষুদ্র-মাঝারি উদ্যোগের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহ করা হবে।
•পশ্চিমবঙ্গের বিখ্যাত হস্তশিল্প – যেমন জুটের সাজসজ্জা ও মাটির সামগ্রী, রাজ্য সরকারি সংস্থা যেমন মঞ্জুষা’র মাধ্যমে সংগ্রহ করা হবে।
এই পদক্ষেপের মাধ্যমে রাজভবন শুধু আত্মনির্ভরতার বার্তা নয়, বরং স্থানীয় সংস্কৃতি ও শিল্পকেও নতুন মাত্রা দেবে বলে জানিয়েছেন রাজ্যপাল।
রাজ্যবাসীর উদ্দেশ্যে তাঁর বার্তা, “আসুন আমরা সকলে একসাথে উচ্চারণ করি – ‘আমি কিনি স্বদেশী, আমি বিক্রি করি স্বদেশী’। নবরাত্রির শুভ সময়ে শুরু হওয়া ‘জিএসটি সাশ্রয় উৎসব’-এ সকলে যোগ দিন, দেশকে আরও শক্তিশালী করুন।”