‘আমেরিকান ফার্স্ট’ নীতি মেনে দেশীয় চাকরির বাজার আরও শক্তপোক্ত করার যুক্তি দিয়ে এইচ-১বি ভিসার জন্য ১ লক্ষ মার্কিন ডলার ফি চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই খবর প্রকাশ্যে আসতেই মার্কিন মুলুকে কর্মরত বিভিন্ন দেশের কর্মীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে। পাশাপাশি ট্রাম্পের এই ঘোষণায় চিন্তা বেড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থারও। এমন পরিস্থিতিতেই এইচ-১বি ভিসার নিয়ম নিয়ে ব্যাখ্যা দিল হোয়াইট হাউস। জানানো হল, এককালীন ১ লক্ষ ডলারের এইচ-১বি ভিসা ফি শুধুমাত্র নতুন আবেদনকারীদের জন্য, বর্তমান ভিসাধারীদের জন্য নয়।
এইচ–১বি ভিসা নিয়ে আমেরিকায় বহু ভারতীয় বিভিন্ন কোম্পানিতে কাজ করেন। এখন ট্রাম্পের ঘোষণাপত্রের লক্ষ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে ঠেলায় পড়ে কোম্পানিগুলি শুধুমাত্র সেই দক্ষ বিদেশি কর্মীকেই নিয়োগ করবে, যাঁদের কাজ আমেরিকান কর্মীরা করতে পারবেন না।
সরকারি তথ্য অনুযায়ী, এইচ-১বি ভিসাধারীদের মধ্যে রয়েছে সবচেয়ে বেশি (৭১ শতাংশ) ভারতীয়। প্রশ্ন উঠছে, এই বিপুল সংখ্যক ভারতীয় তাদের দামি চাকরির বাজারে কি সমস্যায় পড়বে? এই জল্পনার মধ্যেই হোয়াইট হাউস স্পষ্ট করেছে যে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী বাড়ানো ১ লক্ষ ডলারের (প্রায় ৮৮ লক্ষ টাকা) এইচ-১বি ভিসা ফি কেবলমাত্র নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে, বর্তমান ভিসাধারীদের জন্য নয়। এর ফলে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীদের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল তা কিছুটা প্রশমিত হয়েছে।
ট্রাম্প “রেস্ট্রিকশন অন এন্ট্রি অফ সার্টেন নন-ইমিগ্রান্ট ওয়ার্কার্স” নামে নির্দেশে স্বাক্ষর করতেই আইনজীবী ও প্রযুক্তি কোম্পানিগুলি ভেবেছিল যে বিদেশে থাকা এইচ-১বি কর্মীরা হয়ত দেশে ফিরতে পারবে না যদি তারা সময়সীমার আগে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে না আসে। অনেকেই আশঙ্কা করেছিলেন, পুনঃপ্রবেশের ক্ষেত্রেও ১ লক্ষ ডলার ফি দিতে হবে। তাই তাদের ২৪ ঘণ্টার মধ্যে ফেরার নোটিস জারি করা হয় টেক কোম্পানিগুলোর পক্ষ থেকে।
ট্রাম্পের ঘোষণার পর পরই বহু ভারতীয় কর্মী নিজেদের বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন। দুর্গোৎসব, নবরাত্রি, দীপাবলি ও বছরের শেষের ছুটিতে অনেকেই দেশে ফেরেন। কেউ কেউ বিমানবন্দরে বোর্ডিং গেট পর্যন্ত গিয়ে টিকিট বাতিল করেছেন। যারা ইতিমধ্যে ভারতে রয়েছেন, তারা দ্রুত যুক্তরাষ্ট্রে ফেরার চেষ্টা করছেন। এমন অবস্থায় স্পষ্ট ব্যাখ্যা আসায় অনেকে স্বস্থি পেয়েছেন।
Increased fees only for new applicants,White House explains as Trump’s announcement on H-1B visas increases speculation