ওডিশার বালাসোরে প্রকাশ্যে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দাম্পত্য কলহের কারণে ওই দম্পতি আলাদা থাকছিলেন। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত শেখ আমজাদ কটক থেকে প্রায় ১৭৫ কিলোমিটার দূরে বালাসোরে এসে স্ত্রীর সঙ্গে দেখা করে। রাস্তায় কথা বলার সময় হঠাৎই সে ছুরি বের করে স্ত্রীর গলায় আঘাত করে।
ঘটনাস্থলে উপস্থিত এক পথচারী পুরো ঘটনাটি মোবাইলে রেকর্ড করেন। সেই ভিডিয়োতে দেখা যায়, আমজাদ প্রথমে স্ত্রীর সঙ্গে কথা বলছিল ও মাঝে মাঝে তার মুখ ধরে টানছিল। হঠাৎই সে ছুরি বের করে আক্রমণ করে এবং রাস্তায় টেনে নিয়ে যেতে থাকে। মহিলা তখন প্রাণ বাঁচাতে চিৎকার করছিলেন। চারপাশের মানুষ আতঙ্কে চিৎকার করতে শুরু করে এবং পরে কয়েকজন মিলে অভিযুক্তকে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয়।
আহত মহিলাকে প্রথমে বালাসোর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।