নয়া ভূমিকায় রোহিত শর্মা। আর কিছুদিন পরেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়কের। অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে মেন ইন ব্লু-কে নেতৃত্ব দেবেন তিনিই। তার আগে এক অন্য ভূমিকায় দেখতে পাওয়া গেল হিটম্যানকে। শনিবার বেঙ্গালুরুতে ভারতীয় বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে দেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের পরামর্শদাতার ভূমিকায় দেখা গেল তাঁকে।
আগামী ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে পাখির চোখ করেছেন রোহিত। সে কারণেই ফিট থাকতে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে ঘাম ঝরাচ্ছেন। আর তারই ফাঁকে ভারত অধিনায়কের সঙ্গে দেখা গেল দেশের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটারদের। যাঁদের মধ্যে ছিলেন অন্যতম প্রতিশ্রুতিমান তারকা বৈভব সূর্যবংশীও। শনিবার তাঁদের সঙ্গে নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন রোহিত।
ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিতের এভাবে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করার বিষয়টি সামনে এনেছে খোদ বিসিসিআই। বোর্ডের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা গিয়েছে, নিজের অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মাধ্যমে তরুণ তুর্কিদের উৎসাহিত করছেন রোহিত।
পোস্টের ক্যাপশনে লেখা হয়, “পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করছেন। বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে রোহিত শর্মা অনূর্ধ্ব ১৯ -এর ছেলেদের সঙ্গে নিজের জীবনের মূল্যবান অভিজ্ঞতা এবং জীবনের পাঠ ভাগ করে নিয়েছেন।”
মাত্র কিছুদিন আগে বেঙ্গালুরুতেই ভারতের টেস্ট দল থেকে বাদ পড়া সরফরাজ খানের সঙ্গে কথাবার্তা বলতে দেখা গিয়েছিল রোহিতকে। এর পাশাপাশি তরুণ আয়ুষ মাত্রেকে ব্যাট উপহারও দিয়েছিলেন তিনি। আর এবার তিনি উদ্বুদ্ধ করলেন অনূর্ধ্ব ১৯ পর্যায়ের ক্রিকেটারদের। সবটা দেখে এখন যেন এটাই মনে হচ্ছে যে, শুধু একজন অধিনায়ক নন, বরং একজন কোচ হওয়ার গুণাবলীও মজুত রয়েছে রোহিতের মধ্যে। উল্লেখ্য, আগামী বছরই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে নামবে ভারত।