রবিবার সকালে কলকাতার চারু মার্কেট থানা এলাকার দেশপ্রাণ শাসমল রোডে ঘটে গেল ভয়াবহ ঘটনা! জিমে গুলি চালাল অজ্ঞাতপরিচয় হামলাকারীরা। পুলিশ সূত্রে জানা গেছে, হামলাকারীরা একটি স্কুটিতে চেপে এসে রেইনকোট পরে, মুখ ঢেকে জয় কামদার নামক এক ব্যক্তির জিমে ঢুকে দুই রাউন্ড গুলি চালায়। গুলির লক্ষ্য ছিল জিমের মালিক জয় কামদার। তবে হতাহতের কোনও খবর নেই।
এই জিম এলাকয় বেশ পরিচিত। গুলি চলার ঘটনার সময় সেখানে অনেকেই ছিলেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। হামলাকারীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই জিমের ভিতরের ও আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে হামলাটি জিম মালিক জয় কামদারের ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধের কারণে ঘটে থাকতে পারে। তবে এখনও নিশ্চিত প্রমাণ মেলেনি।
এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি বলে খবর। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। সমস্ত সূত্র অনুসন্ধান করে পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা করছে বলে জানিয়েছে জিম কর্তৃপক্ষ।
