রবিবার দিল্লি থেকে গুয়াহাটি বিমানবন্দরে আনা হল অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মরদেহ। এরপর দেহ নিয়ে যাওয়া হয় তাঁর নিজের বাড়িতে। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় প্রাণ হারান ৫২ বছর বয়সি এই কিংবদন্তি শিল্পী। জুবিন গর্গের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা অসম জুড়ে শোকের ছায়া নেমে আসে।
ভক্তরা “কিং অব হামিং” নামে পরিচিত প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে নানা জায়গায় মোমবাতি জ্বালান।গুয়াহাটি বিমানবন্দরে শিল্পীর মরদেহ পৌঁছালে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা উপস্থিত থেকে শ্রদ্ধা জানান।
এর আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শিল্পীর মরদেহ গুয়াহাটির সরুসজাইয়ের অর্জুন ভগেশ্বর বরুয়া ক্রীড়া কমপ্লেক্সে রাখা হবে, যাতে সাধারণ মানুষ তাঁদের প্রিয় গায়ককে শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
অসম সরকার এক বিবৃতিতে জানায়, “শিল্পের চেয়েও বড় এক প্রতীক, সংস্কৃতির আইকন, চলচ্চিত্র নির্মাতা এবং লক্ষ মানুষের হৃদয়ের চিরন্তন নায়ক জুবিন গর্গের মরদেহ আগামীকাল সরুসজাই স্টেডিয়ামে রাখা হবে। আমরা সবাইকে আহ্বান জানাই যেন এই মহান শিল্পীর শেষ যাত্রা মর্যাদার সঙ্গে সম্পন্ন হয়। তাঁর বিদায় যেন হয়ে ওঠে এক অবিস্মরণীয় বিদায়।”
এদিকে, অসম সরকার তিন দিনের রাজ্য শোক ঘোষণা করেছে। এই সময়কালে কোনও
সরকারি বিনোদনমূলক অনুষ্ঠান, আনুষ্ঠানিক উদযাপন বা জনসাধারণের উৎসব আয়োজন করা হবে না বলে জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।