দক্ষ বিদেশি কর্মী (পড়ুন ভারতীয় কর্মী) তে জুজু দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।অবস্থা এমনই যে আমেরিকার বিখ্যাত সব টেক জায়ান্ট অনেকাংশেই নির্ভর করছে ভারতীয় কর্মীদের উপর।ট্রাম্প প্রশাসনের হিসেব এইচ-১বি ভিসা নিয়ে মূলত ভারত ও চিন থেকে আসা কর্মীদের জন্যই চাকরি যাচ্ছে মার্কিন নাগরিকদের।অর্থাৎ বিদেশিদের কারণে আমেরিকায় বেকার হয়ে যাচ্ছে সে দেশের যুবকরাই। আর তা থামাতেই এইচ-১বি ভিসায় চাপানো হয়েছে বিপুল ফি – যা দিয়ে মার্কিন দেশে চাকরি খুঁজতে দুবার কেন তিন-চার বারও ভাবতে হবে ভারতীয়দের।আর তাঁর জেরেই আমেরিকায় কাজ পাবে ভূমিপুত্ররা।
হোয়াইট হাউস এক তথ্যপত্রে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এইচ-১বি ভিসা আবেদনে বার্ষিক ১ লক্ষ ডলার ফি চাপানোর সিদ্ধান্ত মূলত ‘কম বেতনে বিদেশি শ্রমিক’ নিয়োগ করে আমেরিকান কর্মীদের বাদ রাখার প্রবণতা রুখতেই নেওয়া হয়েছে।বলা হয়েছে, ২০০৩ আর্থিক বছরে আইটি কর্মীদের মধ্যে এইচ-১বি ভিসা আছে এমন অংশ ছিল ৩২ শতাংশ। বর্তমানে তা ৬৫ শতাংশ ছাড়িয়েছে।
হোয়াইট হাউস অভিযোগ করেছে, বেশ কিছু বড় কোম্পানি মার্কিন কর্মীদের ছাঁটাই করে বাইরে থেকে এইচ-১বি কর্মী নিয়োগ করছে। তথ্যে বলা হয়েছে একটি কোম্পানি ২০২৫ সালে ৫,১৮৯টি এইচ-১বি ভিসা অনুমোদন পেয়েছে, অথচ এ বছর প্রায় ১৬,০০০ মার্কিন কর্মী ছাঁটাই করেছে। আবার অন্য একটি কোম্পানি এই অর্থবছরেই ১,৬৯৮টি ভিসা অনুমোদন পেয়েছে, কিন্তু জুলাই মাসে ওরেগনে ২,৪০০ মার্কিন কর্মী ছাঁটাই করেছে।এইরকম উদাহরণ একাধিক।
ট্রাম্পের ভিসা নীতি নিয়ে দেশে বিদেশে প্রশ্ন উঠতেই হোয়াইট হাউস সাফাই গেয়ে জানিয়েছে, ট্রাম্পের এই পদক্ষেপ নেওয়া হয়েছে আমেরিকান কর্মীদের অগ্রাধিকার দেওয়ার জন্য। কারণ ভোটাররা প্রেসিডেন্ট ট্রাম্পকে স্পষ্টভাবে আমেরিকান কর্মীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্যই ম্যান্ডেট দিয়েছেন।
Leave a comment
Leave a comment