ইকো পার্ক এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রান গেল ইকো পার্ক থানার এক কনস্টেবলের, একই সঙ্গে গুরুতর আহত হয়েছেন আরো দুজন। সূত্রের খবর অন্যান্য দিনের মতো রবিবার রাতে ইকো পার্ক এলাকায় পুলিশ পেট্রলিং চলাকালীন বেপরোয়া গতিতে ছুটে আসা একটি গাড়ি প্রথমে ইকো পার্ক থানার কনস্টেবল জ্যোতিষ দেবনাথ ও অপর এক সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। এরপর বাইক আরোহীকে ধাক্কা দেয়। ঘাতক গাড়িটি চিনার পার্কের দিকে পালিয়ে যায়। ঘটনার পর আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কনস্টেবলকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। অপর দিকে সিভিক ভলেন্টিয়ারের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক গাড়িটি কীভাবে সিগন্যাল ভেঙে ওই এলাকায় প্রবেশ করল সেই প্রশ্ন উঠেছে। পুলিশ ঘাতক গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করেছে খতিয়ে দেখা হচ্ছে সিসি টিভি ফুটেজ।
মৃত ওই পুলিশ কনস্টেবল,নাম জ্যোতি দেবনাথ,বয়স ৩৮,বাড়ি বর্ধমান। জানা যায় একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে ওই কনস্টেবলকে,আহত হয় একজন সিভিক ভলেন্টিয়ার,নাম সুনিল রাজভর এবং একজন বাইক আরোহী। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পরে কনস্টেবল জোতি দেবনাথ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে,সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।বাকি দুজনের চিকিৎসা চলছে বলে জানা যায়।
প্রতিদিনের মত ইকোপার্ক এলাকায়, ২ নম্বর গেটের সার্ভিস রোডে,একজন সিভিক ভলেন্টিয়ার ও একজন ইকোপার্ক থানার কনস্টেবল সাইকেল করে পেট্রোলিং করছিল ।সেই সময় দ্রুত গতিতে আসা চারচাকা গাড়ি রীতিমতো উড়িয়ে দিয়ে চলে যায়।দুর্ঘটনার পর পালিয়ে যায় ওই ঘাতক চারভাকা গাড়িটি। গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।