টানা দুই রবিবার চিরপ্রতিদ্বন্দ্বীদের নাস্তানাবুদ করেছে সূর্যকুমার যাদবের টিম ইন্ডিয়া। এশিয়া কাপের গ্রুপ লিগে হারানোর পর সুপার ফোরের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে মেন ইন ব্লু। আর এই ম্যাচ জিততেই পাকিস্তানকে যেভাবে অপমান করলেন তিনি, তেমনটা অভূতপূর্ব। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রতিদ্বন্দ্বী মানতেই চান না ভারত অধিনায়ক।
রবিবার দুবাইয়ে পাকিস্তানের ১৭১ রানের জবাবে শুরু থেকেই ঝড় তোলেন দুই ওপেনার অভিষেক শর্মা এবং শুভমান গিল। মাত্র ১০ ওভারেই প্রারম্ভিক জুটিতে ১০৫ রান তুলে দেন দুজনে। এর পর আর ম্যাচে ফিরতে পারেনি সলমন আলি আঘার দল। ৭ বল বাকি থাকতেই জয়ের প্রয়োজনীয় কড়ি সংগ্রহ করে ফেলেন সূর্যরা। তাই ম্যাচ শেষে সম্পূর্ণ ভিন্ন এক মেজাজেই দেখা গেল ভারতের টি-টোয়েন্টি অধিনায়ককে।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে হাজির হওয়া সূর্যকুমারকে প্রশ্ন করা হয়েছিল ভারত-পাকিস্তান দ্বৈরথের গুরুত্ব প্রসঙ্গে। জবাবে ভারত অধিনায়ক সাফ জানিয়ে দেন, “স্যার, আমার অনুরোধ হল আমাদের এখন থেকে ভারত-পাক ম্যাচকে প্রতিদ্বন্দ্বিতা বলা বন্ধ করা উচিত।” সূর্যের এ হেন উত্তরে স্বভাবতই হকচকিয়ে যান প্রশ্নকর্তা। তবে পরিস্থিতি দ্রুত সামলে নিয়ে তিনি জানান যে, প্রতিদ্বন্দ্বিতা নয়। বরং তিনি কথা বলেছেন খেলার মান নিয়ে।
এ কথা শুনে এবার হেসে ফেলেন সূর্য। তিনি বলেন, “স্যার, প্রতিদ্বন্দ্বিতা, মান, সবই এক। এখন প্রতিদ্বন্দ্বিতা কোথায়? যদি দুটি দল ১৫ টি ম্যাচ খেলে হেড টু হেড ফলাফল ৮-৭ হয়, তা হলে সেটা প্রতিদ্বন্দ্বিতা। এখানে ১৩-১ বা এমন কিছু। আমার সঠিক জানা নেই। এখানে কোনও প্রতিদ্বন্দ্বিতা নেই।” এই কথা বলে হাসিমুখেই বেরিয়ে যান ভারত অধিনায়ক। অর্থাৎ তিনি পাকিস্তানকে প্রতিদ্বন্দ্বী মানতেই নারাজ। উল্লেখ্য, এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। এর মধ্যে ভারত জিতেছে ১২ টিতে, আর পাকিস্তান মাত্র ৩ টিতে।
