জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) অধিবেশনের ফাঁকে আজ নিউইয়র্কে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করবেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর।
মার্কিন বিদেশ দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, বৈঠকটি নির্ধারিত হয়েছে ভারতীয় সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে।
এটি চলতি বছরে জয়শঙ্কর ও রুবিওর মধ্যে তৃতীয় সরাসরি সাক্ষাৎ। সর্বশেষ বৈঠক হয়েছিল ১ জুলাই, ওয়াশিংটনে ‘কোয়াড’ বিদেশমন্ত্রীদের বৈঠকের ফাঁকে। তার আগে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই রুবিওর সঙ্গে প্রথমবার মুখোমুখি হন জয়শঙ্কর।
তবে আজকের বৈঠক বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ গত জুলাই থেকে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্যিক শুল্ক ও রাশিয়ান তেল আমদানিকে কেন্দ্র করে উত্তেজনার মুখে পড়েছে। এর মধ্যেই ২৭ আগস্ট থেকে ভারতের পণ্যে ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে।
এই বৈঠকের সময়ই ওয়াশিংটনে চলছে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনার নতুন পর্ব। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলও বর্তমানে যুক্তরাষ্ট্রে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তাঁর প্রশাসন ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাবে।
ট্রাম্প আগেই আশাবাদ ব্যক্ত করেছেন যে শিগগিরই ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি সম্পন্ন হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও জানিয়েছেন, এই আলোচনা দুই দেশের সীমাহীন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
রিপোর্ট অনুযায়ী, জয়শঙ্কর-রুবিও বৈঠকে মূলত বাণিজ্য আলোচনা ও সম্প্রতি ঘোষিত এইচ-১বি ভিসার ফি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে।
হোয়াইট হাউস ২০ সেপ্টেম্বর জানিয়েছে, নতুন ভিসা ফি ১ লাখ ডলার (প্রায় ৯০ লাখ টাকা) বার্ষিক নয়, বরং এককালীন আবেদন ফি। বর্তমানে যাদের বৈধ ভিসা আছে এবং তারা যুক্তরাষ্ট্রে ফের প্রবেশ করবেন, তাদের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে না।
ট্রাম্প প্রশাসনের এইচ-১বি ভিসা ফি বৃদ্ধির ঘোষণা মেটা, মাইক্রোসফটসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কাজ করা বিপুল সংখ্যার ভারতীয় কর্মীরাও এই নিয়ে নানারকম আশঙ্কায় ভুগছেন।